‘বাগি ৪’ ছবির টিজার দেখার পর অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করেছিলেন ট্রেলার মুক্তির জন্য। কয়েক সেকেন্ডের টিজারেই বোঝা গিয়েছিল, সিনেমাতে দেখা যাবে ভরপুর অ্যাকশন। তবে ট্রেলার যে এতটা মারাত্মক হতে পারে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কেউ।
৩.৪২ মিনিটের ট্রেলারে দেখানো হয়েছে এটি প্রেমের গল্প, যেখানে টাইগার তার মৃত প্রেমিকার প্রেমে আচ্ছন্ন। সে কিছুতেই স্বীকার করতে চায় না তাঁর প্রেমিকার মৃত্যু হয়েছে। নৌবাহিনী অফিসার হওয়া সত্বেও টাইগারের জীবন ছারখার হয়ে যায় প্রেমিকার মৃত্যুর পর।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
টাইগার প্রেমিকাকে খুঁজে বেড়ালে অনেকেই মনে করছেন, যাকে টাইগার খুঁজে বেড়াচ্ছেন তার অস্তিত্বই নাকি নেই। কিন্তু তাহলে? হয় প্রেমিকা রয়েছেন না হলে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য। তবে গল্প যাই হোক না কেন, টাইগারের অসাধারণ অ্যাকশন বারবার নজর কেড়েছে।
তবে শুধু টাইগার একা নন, ট্রেলারে নজর কেড়েছেন সঞ্জয় দত্তও। অবিকল রণবীরের মতোই অ্যাকশনের মুডে দেখা গিয়েছে সঞ্জু বাবাকে। সিনেমাটিকে অ্যানিমেলের সঙ্গে তুলনা করার আরও একটি বড় কারণ হলো, এই সিনেমাতেও সৌরভ সচদেব অভিনয় করেছেন। পার্থক্য শুধু এইটুকুই, ববি দেওলের পরিবর্তে এই সিনেমায় রয়েছেন সঞ্জয় দত্ত।
সিনেমায় হরনাজ সান্ধু এবং সোনামকেও দেখা গেছে দুর্দান্ত অ্যাকশন মুডে। ছবিতে টাইগারের বন্ধুর ভুমিকায় অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। অনেকদিন বাদে এইরকম চরিত্রে অভিনয় করছেন তিনি। অনেকে মনে করছেন ছবিটি ‘গজনী’ থেকে অনুপ্রাণিত হয়েছে। শুধু অ্যাকশন নয়, ছবির গল্পটিও যে অসাধারণ হবে, সেই বিষয় নিয়ে আশাবাদী দর্শকরা।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরতে চলেছেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: বুবলাইয়ের পর এবার মিঠি, একে একে সন্তানরা কেন বিরোধিতা করছে কমলিনীর?
প্রসঙ্গত, ‘বাগি ৪’ ছবিটি নিয়ে খুবই আশাবাদী টাইগার শ্রফ। দুর্ভাগ্যবশত আগের ছবিগুলি বক্স অফিসে চূড়ান্ত ফ্লপ প্রমাণিত হয়েছিল। আগামী ৫ সেপ্টেম্বর এই ছবিটি মুক্তির পর ব্যর্থতার সেই ভাটা কিছুটা কমবে বলে মনে করছেন অভিনেতা।