বলিউড তারকা আয়ুষ্মান খুরানা, তিনি যে একজন প্রতিভাবান শিল্পী তা তো বলাই বাহুল্য। অভিনয় দিয়ে তিনি সবার মন জিতে নিলেও, তাঁর গাওয়া গানগুলিও অনেকেরই প্রিয়। আর এবার খবর তিনি নাকি ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সঙ্গে একটি গ্লোবাল রেকর্ডিংয়ের চুক্তির সাক্ষর করছেন, অংশীদার হিসাবে। এই কোলাবরেশনের প্রথম গান হল 'আখ দা তারা'। যা বিশিষ্ট মহলে বেশ সমাদৃতও হয়েছে। আর তারপরই আয়ুষ্মান তাঁর নতুন একক সঙ্গীত 'রেহ জা' নিয়ে হাজির। এটি মূলত একটি 'হার্টব্রেক সং' বা বলা ভালো বিরহ সঙ্গীত। আয়ুষ্মান খুরানার রোমান্টিক এই গান 'রেহ জা' ইতিমধ্যেই বেশ চর্চিত। শ্রোতারা তাঁর এই গানকে ভালোবাসায় ভরে দিয়েছেন।
'রেহ জা' প্রসঙ্গে আয়ুষ্মান বলেছেন, 'প্রেমে বিচ্ছেদ, মন ভাঙা নানা বয়সে আসে, কখন কখনও একাধিক বার আসে। কখন কখন এর প্রভাব এতটাই বেশি হয় যে আবেগের বহিঃপ্রকাশও হয়ে পড়ে। আসলে প্রেমের অনেকগুলি স্তর আছে আর আমি সবগুলি পছন্দ করি, সবটাই জীবনে প্রয়োজন, বিরহ না থাকলে প্রেমকে ভালো করে বোঝা যায় না, তাই বিরহ নিয়ে আমি আরও আরও কাজ করতে চাই, লিখতে চাই। বিচ্ছেদ মানে এই নয় যে আপনি কাউকে ভালবাসা, বা তাঁর খোঁজ নেওয়া বন্ধ করে দেবেন। বা তাঁর উপস্থিতি আপনার জীবনে অপ্রয়োজনীয় হয়ে পড়বে৷ 'রেহ জা' গানটা বিরহের হলেও সেখানে এই অনুভূতি প্রবল। প্রেম এবং আকাঙ্ক্ষাই তো অনুভূতিদের বাঁচিয়ে রাখে। আসলে মন ভাঙলেও প্রেম থেকে যায়।'
আরও পড়ুন: পাবলিক টয়লেটে টুইঙ্কল! বোনের সাথে জয়পুরে গিয়ে আর কী কী অভিজ্ঞতা হল অক্ষয় ঘরণীর?
তিনি আরও বলেন, 'এই গানটি নিয়ে আমরা কাছে প্রায় চার বছর আগে এসেছিল, তখন সিন্থ-পপ মূল ধারায় এতটা জনপ্রিয় ছিল না। তখন পশ্চিমী গানের রমরমার যুগ। কিন্তু তার মধ্যেও গানটি নিয়ে এগিয়ে যাই। ভাবতে শুরু করি, গানের কথাগুলোও লিখে ফেলি। অন্যদিকে, হিমাংশু প্রোগ্রামিং-সহ নানা ইনপুট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারপরই এই গান। এটি আমার সঙ্গে ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার দ্বিতীয় একক সঙ্গীত। আমি আশা করি সকলের এটা ভালো লাগবে, তাঁরা নিশ্চয়ই এই গানটি পছন্দ করবেন।'
আরও পড়ুন: বনি-প্রিয়াঙ্কা খুললেন নতুন ক্যাফে! 'রবিন্স কিচেন'-এ কী কী চমক থাকবে জানেন?
প্রসঙ্গত, এর আগেও আয়ুষ্মান অনেক রোমান্টিক গান গেয়েছেন, তার মধ্যে বেশ কয়েকটি তো অতন্ত্য জনপ্রিয়, যেমন- 'পানি দা রঙ ছোড়কে', 'সাড্ডি গালি আজা', 'মিট্টি দি খুশবু', 'নাজম নাজম' এবং 'মেরে লিয়ে তুম কাফি হো'। এই সব গানগুলি রীতিমতো হিট।