
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সেরার সিংহাসন ধরে রাখা কি ওত্তো সহজ? না মশাই! এরজন্য দরকার নিত্য়নতুন টুইস্ট। সেটা ভালোভাবেই জানেন ‘মিঠাই’ নির্মাতারা। তাই তো বর্তমানে অন্যতম পুরোনো মেগা সিরিয়াল হওয়া সত্ত্বেও সেরার শিরোপা ধরে রেখেছে মোদক পরিবার। ওমিকে হত্যার অভিযোগ থেকে এখনও পুরোপুরি রেহাই পায়নি সিদ্ধার্থ। এরমধ্যেই ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে কাহিনিতে রি-এন্ট্রি হয়েছে আদিত্য আগারওয়াল মানে অভিনেতা নীল চট্টোপাধ্যায়ের। এবার কাহিনিতে বড় টুইস্ট।
মিঠাই-তে এন্ট্রি নিতে চলেছে স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী। সব শেষ হয়েছে ‘আয় তবে সহচরী’র শ্যুটিং। আর সেই সিরিয়ালের অন্যতম মুখ অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukherjee)-কে এবার দেখা যাবে ‘মিঠাই’তে। তাও নেগেটিভ চরিত্রে! ‘আয় তবে সহচরী’র বরফি-র মামিমা রেণুকা এবার মিঠাই-এর জীবনে নতুন ঝড় নিয়ে হাজির হবেন।
টেলিপাড়া সূত্রে খবর, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দেখা যাবে অরিজিতাকে। কাউন্সিলর প্রমীলা লাহার চরিত্রে গল্পে দেখা যাবে তাঁকে। এক সাক্ষাৎকারে নিজের আগমনের খবরে শিলমোহর দিয়ে অভিনেত্রী জানান, ‘সরাসরি মিঠাইয়ের জীবনে সমস্যা তৈরি করতে আমার আগমন হচ্ছে না। মোদক পরিবারের সঙ্গে অবশ্যই ঘাত-প্রতিঘাত হবে।’ আরও পড়ুন-শেষ সপ্তাহেও লক্ষ্মী কাকিমার কাছে হার ‘মন ফাগুন’-এর, সেরা হতে পারল মিঠাই?
ওমির মৃত্যুর পর ইতিমধ্যেই মোদক পরিবারের শান্তিতে বিঘ্ন দিতে এন্ট্রি হয়েছে আদিত্যর। তার উপর আরও এক খলনায়িকা! ‘গোপাল হেলেপ’- এমনটাই বলছেন ফ্যানেরা।
শনিবার থেকেই ‘মিঠাই’-এর শ্যুটিং শুরু করে ফেলেছেন অরিজিতা। প্রমিতা লাহা মিঠাইয়ের জীবনে নতুন ঝড় তুলতে তৈরি। ভাই ওমির মৃত্যুর বদলা নিতে পুরনো ভিলেন আদিত্য এবং কাউন্সিলর প্রিমা কী খেল দেখায় সেটাই এখন সেটাই দেখবার! আরও পড়ুন-নতুন বিপদ ঘনিয়ে আসছে মিঠাই-সিডের জীবনে, ওমির মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরছে আদিত্য!
অরিজিতাকে এর আগে ‘আয় তবে সহচরী’ ছাড়াও ‘ফেলনা’, ‘গোধূলি আলাপ’, ‘মেঘে ঢাকা তারা’-র মতো ধারাবাহিকে দেখেছে দর্শক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports