বাংলা নিউজ > বায়োস্কোপ > Stardom Aryan-Shah Rukh: আরিয়ানের 'স্টারডম'-এর গল্পের সঙ্গে শাহরুখের জীবনের হুবহু মিল! কী বলছে রিপোর্ট?
পরবর্তী খবর
Stardom Aryan-Shah Rukh: আরিয়ানের 'স্টারডম'-এর গল্পের সঙ্গে শাহরুখের জীবনের হুবহু মিল! কী বলছে রিপোর্ট?
1 মিনিটে পড়ুন Updated: 03 Jan 2024, 03:12 PM ISTSubhasmita Kanji
Stardom Aryan-Shah Rukh: মেয়ের পর এবার ছেলের পালা। আর কিছুদিনের মধ্যে বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর প্রথম সিরিজের নাম স্টারডম। এবার সেই প্রসঙ্গে কী জানা গেল?
আরিয়ানের 'স্টারডম'-এর গল্পের সঙ্গে শাহরুখের জীবনের হুবহু মিল!
ইতিমধ্যেই বাবার দেখানো পথে মেয়ে হেঁটে ফেলেছেন। এবার পালা ছেলের। আর কিছুদিনের মধ্যেই বলিউডে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর প্রথম সিরিজের নামও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, স্টারডম। এবার সূত্রের তরফে এই সিরিজের একটি জরুরি তথ্য প্রকাশ্যে আনা হল।
আরিয়ান খানের স্টারডম প্রসঙ্গে কী জানা গেল?
আরিয়ান খানের প্রথম সিরিজ স্টারডম নিয়ে দর্শক থেকে শাহরুখ ভক্ত এমনকি ফিল্ম ক্রিটিকদের মাথা ব্যথার শেষ নেই। সকলেই কিং খান পুত্রের প্রথম কাজ দেখতে আগ্রহী। তাই এটা নিয়ে নানা ধরনের কথা, খবর মাঝে মধ্যেই প্রকাশ্যে আসছে। তবে এবার যে খবর জানা গিয়েছে সেটা শুনে সকলের চক্ষু চড়কগাছ।
বলিউড লাইফের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে আরিয়ান খান পরিচালিত স্টারডম সিরিজে উঠে আসবে দিল্লির একটি সাধারণ যুবকের কথা যে দুচোখ ভরা স্বপ্ন নিয়ে এই ইন্ডাস্ট্রিতে আসেন এবং কী করে স্টারডম পায় সেটা। সূত্রের তরফে জানানো হয়েছে এই সিরিজের গল্পের সঙ্গে অনেকেই বলিউড ইন্ডাস্ট্রির বেতাজ বাদশা শাহরুখ খানের জীবনীর মিল পাবেন। তবে হুবহু এখানে শাহরুখের জীবনকে তুলে ধরা হয়েছে এমনটাও নয়।
এই প্রজেক্টের সঙ্গে যুক্ত এমন একজন উল্লিখিত পোর্টালকে জানিয়েছেন যে এটা শাহরুখের বায়োপিক নয়, কিন্তু কিছু কিছু জায়গায় দর্শকরা শাহরুখের জীবনের সঙ্গে মিল পাবেন, কারণ এখানে দিল্লির একজন যুবকের জীবনের কথা তুলে ধরা হয়েছে।
ইতিমধ্যেই একাধিক সূত্রের তরফে জানানো হয়েছে যে এখানে নাকি বিশেষ একটি চরিত্রে রণবীর কাপুরকে দেখা যাবে। কোনও রিপোর্টে জানানো হয়েছে শাহরুখ নাকি ছেলের প্রথম কাজে অংশ হতে চেয়েছিলেন কিন্তু আরিয়ান নিজেই সেটা হতে দেননি। তবে এই সমস্ত গুজবের কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা সিরিজটি মুক্তি পেলেই বোঝা যাবে।
প্রসঙ্গত শাহরুখ খানের মেয়ে সুহানা খান ২০২৩ সালে দ্য আর্চিস সিরিজের হাত ধরে বলিউডে পা রেখেছেন। এই সিরিজটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।