বাংলা নিউজ > বায়োস্কোপ > Sunny-Isabelle: দাদা-দিদির দেখানো পথেই হাঁটছেন সানি-ইসাবেল? চুপি চুপি প্রেম করছেন ভিকির ভাই আর ক্যাটরিনার বোন?
পরবর্তী খবর
Sunny-Isabelle: দাদা-দিদির দেখানো পথেই হাঁটছেন সানি-ইসাবেল? চুপি চুপি প্রেম করছেন ভিকির ভাই আর ক্যাটরিনার বোন?
1 মিনিটে পড়ুন Updated: 29 Aug 2023, 07:02 AM ISTSubhasmita Kanji
Sunny Kaushal-Isabelle Kaif: দাদা দিদি প্রেম করে বিয়ে করেছেন, এবার কি সেই একই পথে গোপনে হাঁটছেন ভিকি আর ক্যাটরিনার ভাই-বোন? মাঝে মধ্যেই একসঙ্গে দেখা মিলছে সানি এবং ইসাবেলের।
চুপি চুপি প্রেম করছেন ভিকির ভাই আর ক্যাটরিনার বোন?
ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ বলিউডের অন্যতম হিট এবং হট জুটি। এবার কি তাঁদের দেখানো পথেই হাঁটতে চলেছেন তাঁদের ভাই বোনেরা? না, মানে আজকাল হামেশাই অভিনেতা সানি কৌশল অর্থাৎ ভিকির ভাই এবং ইসাবেল কাইফ অর্থাৎ ক্যাটরিনার বোনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর পর পর সেই আউটিংয়ে গিয়ে তাঁরা চিত্র সাংবাদিকদের ক্যামেরাবন্দি হচ্ছেন। আর সেটা থেকেই বাড়ছে জল্পনা। তবে কি তাঁরা চুপি চুপি প্রেম করছেন?
তাঁদের প্রথমে একটি ইভেন্টে দেখা যায়। একসঙ্গে তাঁরা পোজ দিয়ে ছবিও তোলেন। এরপরই তাঁদের একত্রে একদিন রাতে দেখা যায় যেখানে তাঁরা একই গাড়ি থেকে নামছিলেন।
এই তো এই রবিবার, ২৭ অগস্টও তাঁদের দেখা মিলল বান্দ্রায়। এদিন তো আবার দুজনে টুইনিং করেছিলেন! ইসাবেল একটি জিন্সের টপ এবং কালো স্কার্ট পরেছিলেন। অন্যদিকে সানির পরনে ছিল নীল শার্ট এবং নীল জিন্স।
ক্যাটরিনা আর ভিকি ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তাঁর এবং সানির সম্পর্ক অত্যন্ত ভালো এবং দৃঢ় হয়। একই সঙ্গে সখ্য বাড়ে ইসাবেলের সঙ্গেও। আর এখন তাঁদের হামেশাই একসঙ্গে দেখে লোকজনের মনে সন্দেহ উঁকি দিচ্ছে তবে কি ওঁরাও দাদা দিদির মতো প্রেম করছেন!
এই প্রসঙ্গে বলে রাখা ভালো বিগত কয়েক বছর ধরেই সানি কৌশলের সঙ্গে অভিনেত্রী শর্বরী ওয়াঘের নাম শোনা যেত। কিন্তু বিগত কিছুদিন ধরে তাঁদের এর একসঙ্গে দেখা যাচ্ছে না। একই সঙ্গে সানি এবং ইসাবেলের ঘনিষ্টরা জানিয়েছেন ওঁরা কেবলই ফ্যামিলি ফ্রেন্ড। তাঁরা পড়েন করছেন এমনটা ভাবার কোনও দরকার নেই।