
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দিদি নম্বর ১ এ মাঝে মধ্যেই জুটি বেঁধে খেলতে আসেন বলি সেলেবরা। এবার তেমনই এলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাগ্নিক চট্টোপাধ্যায় এবং শম্পা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসেই দিদির কাছে বরের বিপুল প্রশংসা করলেন শম্পা।
শম্পা জানান তাঁর বর ভীষণই সংসারী। ভীষণ পরিপাটিও বটে। এদিন শম্পা জানান, 'ও ভীষণ সংসারী। মানে ভীষণই সংসারী, মাঝে মধ্যে আমার মাথা খারাপ হয় যায়। বৌমারা সাধারণত শাশুড়িকে ভয় পায় যে সব গুছিয়ে রাখতে হবে। আমি ওকে ভয় পাই। পিসিমা, মাসিমাদের মতো আলমারি গুছিয়ে রাখে জানো না। একদম টিপটপ করে সব কাজ করবে। একটু এদিক ওদিক হওয়ার জো নেই।' বরং শম্পা নিজেই নাকি খানিক অগোছালো বলে জানান। যেমন তেমন ভাবে কাজ করেন।
এতদূর শুনে মুগ্ধ হয়ে যান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চান ফিটনেস ফ্রিজ সাগ্নিক এখনও কি জিমে যান? উত্তরে সাগ্নিক বলেন, 'ওটুকুই তো আছে। রোজ ৪৫ মিনিট করে শরীর চর্চা করি। আর আড্ডার বদলে সাঁতার কাটি।' এরপরই শম্পা জানান তাঁর বর আজকাল ধ্যান করেন তাঁর সঙ্গে। রচনা এরপর এদিনের আরেক অংশগ্রহণকারী জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে বলেন 'তুমি কী করো?' উত্তরে তিনি বলেন 'ওই তো সুইমিং পুলে আড্ডা মারতে মারতেই আমার ধ্যান হয়ে যায়।'
আরও পড়ুন: খলনায়িকার মতোই বাড়িতে হাবভাব করেন ‘জগদ্ধাত্রী’র দিব্যা! রচনার কাছে অভিযোগ প্রিয়ার মায়ের
এদিনের অনুষ্ঠান দারুণ জমজমাট হয়ে উঠেছিল টলিউডের অভিনেতা অভিনেত্রীদের আড্ডায়। দীপাঞ্জন জ্যাক ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মৌসুমীও এদিন উপস্থিত ছিলেন। তিনি জানান তাঁর স্ত্রী তাঁর উপর কীভাবে নজরদারি চালান। আলাদা আলাদা সিরিয়ালে অভিনয় করলে নাকি মৌসুমী তাঁকে আধ ঘণ্টা অন্তর অন্তর ফোন করেন। এটা শুনে জয়জিৎ বলেন তাঁর স্ত্রী এটা করলে নাকি তিনি ফোনই ধরবেন না!
6.88% Weekly Cashback on 2025 IPL Sports