প্রায় ৮ মাসের লম্বা সফর ছিল সারেগামাপা। আর তা শেষ হতেই, একে-অপরকে বড্ড মিস করছেন ময়ূরী-দেয়াশিনী-আরাত্রিকারা। এবার সামনে এল তিন জনের বন্ধুত্বের মিষ্টি একটি ভিডিয়ো। যা শেয়ার করা হয়েছে বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা সিনহার প্রোফাইল থেকে।
সারেগামাপা সফরে বাড়ির লোককে ছাড়া, গ্রুমিং হাউজেই সময় কাটিয়েছিলেন সকলে। মঞ্চে তাই যতই থাক প্রতিযোগীতা, বন্ধু হয়ে গিয়েছিলেন একে-অপরের। ভিডিয়োর শুরুটা ময়ূরী আর দেয়াশিনীকে নিয়ে, লিফটে গাইছেন ভাইরাল গান ড্রিমাম ওয়েকাপাম। এরপর দেখা যায়, গ্রুমিং হাউজে নিজেদের ঘরেই চলছে মস্তি। গাঢ় করে লিপস্টিক পরেছেন ময়ূরী আর দেয়াশিনী। নিজের রুমমেটদের এই অবস্থায় দেখে তো আরাত্রিকার চক্ষুস্থির।
এরপর দেখা যায়, আরাত্রিকাকে চেপে ধরে, তাঁর গালে চুমু খাচ্ছেন মূরী-দেয়াশিনীরা। আর গালে বসে যাচ্ছে ঠোঁটের ছাপ। একঝলক দেখা গেল আরিয়ানকেও। নেটিজেনদের খুব পছন্দ হয়েছে এই ভিডিয়ো। শেয়ার হতে না হতেই তা ভাইরাল।
একজন মন্তব্য করলেন, ‘সত্যিই এই দিনগুলো সুন্দর ছিল বোঝা যচ্ছে।’ অরজন লেখেন, ‘তোমাদের আনন্দ দেখে, আমিও খুব আনন্দ পাচ্ছি। সারাজীবন এভাবেই খুশি থাকো’। অপরজন লিখলেন, ‘মন ভালো হয়ে যাওয়ার মতো ভিডিয়ো সত্যি’।
আরও পড়ুন: ‘এ কী গাইলে…’! ইন্ডিয়ান আইডলে মানসীর গান শুনে চোখ কপালে শ্রেয়ার, নিন্দা নেটপাড়ার
সারেগামাপা ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে হয়ে গেল ফেব্রুয়ারিতে। এবারের সিজনে ছিল যৌথ বিজেতা। বড়দের মধ্যে ট্রফি জেতেন দেয়াশিনী আর ছোটদের মধ্যে বিজেতা অতনু। বড়দের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলেন যৌথভাবে ছিলেন ময়ূরী ও সাঁই। প্রথম তিনে না থাকলেও, ‘খুদে কমরেড’ আরাত্রিকা পেয়েছেন কালিকাপ্রসাদ সম্মান।
আরও পড়ুন: ‘ডিভোর্স হয়নি…’! অসুস্থ এআর রহমান, এদিকে ‘প্রাক্তন স্ত্রী’ ডাকে আপত্তি তুললেন সায়রা
হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ময়ূরী ও দেয়াশিনী প্রসঙ্গে আরাত্রিকাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমরা ৩ জন রুমমেট ছিলাম। প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল, ৩জনকে একসঙ্গে পৌঁছতে হবে ফাইনালে। সেই স্বপ্ন পূরণ হওয়ায় কেঁদে ফেলেছিলাম আনন্দে।’ এমনকী, আরাত্রিকা জানিয়েছিলেন, বিজেতা হিসেবে তাঁর নাম ঘোষণা না হওয়ায় একটু কষ্ট পেয়েছিলেন ঠিকই। তবে দেয়াশিনী জিতেছে, এটা শুনে আনন্দ পেয়েছিলেন খুব।