মিঠিঝোরা টিআরপিতে তেমন কামাল দেখাতে না পারলেও রাই নীলুদের গল্প কিন্তু মানুষের দারুণ পছন্দ। আর বর্তমানে এই রাইয়ের চরিত্রে নজর কেড়েছেন আরাত্রিকা মাইতি। এ হেন অভিনেত্রী এদিন তাঁর অবসেশনের সঙ্গে আলাপ করালেন অনুরাগীদের। লিখলেন এক আদুরে বার্তাও। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি আর কেউ নন অভিনেত্রীর মা, মৌমিতা চৌধুরী।
আরও পড়ুন: বাংলাদেশের ভাইরাল গার্ল মনিকা কবীরের সঙ্গে আছে ভারতের নিবিড় যোগ! আদতে কে এই রুশ তরুণী?
আরও পড়ুন: সদ্যই হারিয়েছেন স্বামীকে, মা ছিলেন টলিউডের প্রবাদপ্রতিম অভিনেত্রী! বার্থডে গার্লকে চিনতে পারছেন?
মাকে নিয়ে কী লিখলেন আরাত্রিকা?
আরাত্রিকা র মায়ের জন্মদিন এদিন। আর সেই উপলক্ষ্যে মিঠিঝোরার রাই মায়ের সঙ্গে তোলা একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে কোথাও তাঁকে মায়ের কাঁধে মাথা রেখে হাসতে দেখা যাচ্ছে। তো কোথাও তাঁর মায়ের বেড়াতে যাওয়া বা ঘরেই হাসিমুখে পোজ দেওয়া ছবি দেখা যাচ্ছে। বাদ যায়নি কেক কাটার ছবি ভিডিয়ো।
মায়ের জন্মদিনের মিডনাইট সেলিব্রেশন এবং অন্য সময় তোলা এই ছবিগুলো পোস্ট করে আরাত্রিকা জানান তাঁর মা-ই তাঁর জীবনের অবসেশন। লেখেন, 'যাকে ছাড়া আমার জীবনটা এরকমই ঝাপসা হয়ে যেত , তার জন্মদিন! আমার অবসেশন, আমার কান্নার কোল , আমার মনখারাপের ডায়রি, আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার মনোবল , সবটাই তুমি।' এদিন তিনি একই সঙ্গে ধার করেন অঞ্জন দত্তের গানের দুই কলি, লেখেন, 'তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না।'
আরাত্রিকা তাঁর অনুরাগীদের এদিন এও জানান যে তাঁর মা খালি তাঁর জীবনের পিছনে থাকেন না, থাকেন সমস্ত ভিডিয়োর নেপথ্যেও। মেয়ের এই আদুরে বার্তায় মন্তব্য করেছেন মৌমিতা চৌধুরীও। লেখেন, 'কেঁদে ফেলেছি।'
আরও পড়ুন: ভাইজান জ্বরে কাবু দেশ! দু'হাজারের গণ্ডি টপকাল সিকান্দরের টিকিটের দাম, সর্বোচ্চ কত উঠল দর?
আরও পড়ুন: 'আপনার সঙ্গে গান গাইতে চাই', ভিড়ের মধ্যে ভক্তের হাতে প্ল্যাকার্ড দেখে কী করলেন অরিজিৎ?
প্রসঙ্গত আরাত্রিকা ড্যান্স বাংলা ড্যান্সে অংশ নিয়েছিলেন, সেখান থেকেই পান খ্যাতি। পরবর্তীতে আসেন অভিনয়ে। অল্প সময়েই নজর কাড়েন। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন খেলনা বাড়ি, মিঠিঝোরা ধারাবাহিকে।