সত্যজিৎ রায়ের শতবর্ষে অনীক দত্তর নতুন ছবি 'অপরাজিত'। মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার। ছবি মুক্তি পাবে ১৩ মে। সাদা- কালো ফ্রেমে 'মানিক দা'..., যেন ফিরে যাওয়া কয়েক যুগ আগে। কিংবদন্তী শিল্পীর 'পথের পাঁচালী' তৈরির কিছুটা নেপথ্য কাহিনি ফুটে উঠবে এই ছবিতে। 'পথের পাঁচালি'র নাম ছবিতে হবে 'পথের পদাবলী'।
ছবির মূল চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল। আরও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ প্রমুখ। ছবিতে সবার নামের বদল হয়েছে। সায়নী ঘোষ অভিনয় করেছেন অপরাজিত রায়ের স্ত্রীর ভূমিকায়। তাঁর চরিত্রের নাম বিমলা রায়। বীরভূম, কলকাতার শিশির মঞ্চ, নন্দন থেকে শুরু করে আরও বেশ কিছু লোকেশনে শ্যুট করা হয় ছবির।
কোনও বিশেষ ব্যক্তির চরিত্রে পর্দায় ফুটিয়ে তোলা বেশ শক্ত কাজ। অভিনেতাদের বহু পরিশ্রম করতে দেখা যায়। যদি কারও বায়োপিক হয়, হাঁটা-চলা- আদবকায়দা এসবই আয়ত্ত করতে হয়। সেই মানুষের মতো করেও বাঁচতে হয়। তবে মানিকবাবুর মতো করে নিজেকে ছবির জন্য গড়েপিঠে তুলতে রীতিমতো কঠোর পরিশ্রম করতে হয়েছে জিতুকে। আরও পড়ুন: Aparajito: মুক্তি পেল অনীক দত্তর নতুন ছবি 'অপরাজিত'-র ট্রেলার