সদ্য গিয়েছিলেন মহাকুম্ভে, পুণ্যস্নানে। সেখানে গুরু শিবিরে আশীর্বাদ নেওয়া থেকে ত্রিবেণী সঙ্গমে ডুব, সবটাই করেছেন অপরাজিতা আঢ্য। এরপর শহরে ফিরেই জন্মদিন উদযাপন। আর অভিনেত্রীর জন্মদিনে তাঁকে বিশেষ চমক দিয়েছেন কাছের বান্ধবী সোমা। বয়সের সংখ্যা মিলিয়ে সারা ঘর প্রদীপ আর ফুল দিয়ে সাজিয়েছিলেন অপরাজিতার বান্ধবী। সেখানে সোমার হাত ধরে ঢুকেই অভিভূত হয়ে যান তিনি।
সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত, উদযাপনটি সকলের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি অপরাজিতা। গাঁদা ফুল আর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো পথে হেঁটে অভিনেত্রী পৌঁছোন বসার চেয়ারে। সেখানেও ফুল দিয়ে সাজানো ছিল সবকিছু। যা দেখলে সত্য়িই মুগ্ধ হতে হয় বৈকি!
এরপর মাথায় গঙ্গাজল ঢেলে, ফুল ও মালা দিয়ে তাঁকে বরণ করে নিতে দেখা গেল অভিনেত্রীর ওই বান্ধবীকে। এমনকি ফুল দিয়ে পুজো এবং আরতিও করা হল। খানিকটা যেন ঈশ্বর জ্ঞানেই পুজো করা হল অপরাজিতাকে। দুই হাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন অপরাজিতা। তাঁর হাতে তুলে দেওয়া হল ফলের থালা। এরপর তাঁকে একে একে আশীর্বাদ করলেন সকলে। ছিলেন অপরাজিতার শাশুড়ি মা, স্বামী সহ অন্যান্য বয়ঃজেষ্ঠ্যরাও।