আসন্ন সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিংয়ে ব্রিটেনে রয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। ঘুরে বেড়ানোর এবং শ্যুটিংয়ের ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউলের ফাঁকে মেয়ে ভামিকাকে নিয়ে পার্কে বেড়াতে গিয়েছিলেন নায়িকা। পার্ক থেকে ছবিও শেয়ার করেছেন অনুষ্কা।
মেয়ে ভামিকাকে নিয়ে পার্কে দুর্দান্ত সময় কাটিয়েছেন অনুষ্কা। যদিও মেয়ের ছবি নেটমাধ্যমে পোস্ট করেননি তিনি। তবে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অনুষ্কা লেখেন, ‘প্লে পার্কে আমি একটি দুর্দান্ত দিন কাটিয়েছি। আমাদের মেয়েকেও নিয়ে গিয়েছিলাম (হাসির ইমোজি)।’ ছবিতে সাদা টি-শার্টের উপর ধূসর রঙের জ্যাকেট পরে দেখা মিলেছে অনুষ্কার। পরনে ডেনিম জিনস। পায়ে মোজা এবং স্নিকার্স। আরও পড়ুন: স্ত্রীকে সোহাগ অভিনেতার, লুচি-আলুর দমের মতো মাখোমাখো প্রেম জিতু-নবনীতার
অনুষ্কার শেয়ার করা ছবিতে ভালোবাসা জানিয়েছেন অনেকেই। একেবারে নো মেকআপ লুকে দেখা মিলেছে নায়িকার। অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নায়িকাকে।