বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush Hazra: 'ছাত্র ছিলাম, আর আজ...' স্কুল ছাড়ার পর কেটেছে ১৯ বছর! চেনা জায়গায় ফিরতেই জিয়া নস্টাল অঙ্কুশের
পরবর্তী খবর
Ankush Hazra: 'ছাত্র ছিলাম, আর আজ...' স্কুল ছাড়ার পর কেটেছে ১৯ বছর! চেনা জায়গায় ফিরতেই জিয়া নস্টাল অঙ্কুশের
1 মিনিটে পড়ুন Updated: 23 Jan 2024, 09:51 AM ISTSubhasmita Kanji
Ankush Hazra: দীর্ঘ ১৯ বছর পর ফিরে গেলেন স্কুলে। পুরনো জায়গায় গিয়ে কোন কথা মনে করলেন অঙ্কুশ হাজরা?
১৯ বছর পর অঙ্কুশ ফিরে গেলেন স্কুলে
অঙ্কুশ হাজরা বর্তমানে বেজায় ব্যস্ত। তাঁর সামনে এখন একটাই পাখির চোখ, মির্জা। তাঁর প্রযোজনায় তৈরি হওয়া এবং অভিনয় করা এই ছবিটির কাজ যেমন একদিকে জোর কদমে চলছে, তেমনই তিনি এই ছবিটি প্রচার করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এ সব কিছুর মাঝেই তিনি ফিরে গেলেন তাঁর পুরনো জায়গায়, তাঁর স্কুলে। দীর্ঘ ১৯ বছর পর সেখানে ফিরে গিয়ে নস্টালজিয়ায় ডুব দিলেন অভিনেতা।
নস্টালজিয়ায় ভাসলেন অঙ্কুশ
টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। বাণিজ্যিক ছবি হোক বা অন্যধারার ছবি সবেতেই নিজেকে প্রমাণ করেছেন। আগামীতে মুক্তি পাচ্ছে তাঁর ছবি মির্জা। আর সেটার কাজের ফাঁকেই তিনি ফিরে গেলেন তাঁর ফেলে আসা দিনগুলোয়। অঙ্কুশের জন্ম এবং বড় হয়ে ওঠা সবটাই বর্ধমানে। সেখানকার একটি খ্যাতনামা স্কুলে পড়তেন তিনি। স্কুল ছেড়ে বেরিয়ে আসার পর ১৯ বছর কেটে গেলেও, এখন তিনি পুরোদস্তুর কলকাতার বাসিন্দা হলেও তিনি এখনও বর্ধমানকে ভীষণই ভালোবাসেন। আর তাই তো এদিন সেখানে ফিরতেই একরাশ নস্টালজিয়ায় ভেসে গেলেন।
অঙ্কুশ হাজরা এদিন তাঁর স্কুলে গেস্ট অব অনার হয়ে গিয়েছিলেন। বর্ধমানের যে স্কুলে তিনি ক্লাস টেন পর্যন্ত পড়েছেন সেখানকার একটি অনুষ্ঠানে গিয়ে বাবা এবং প্রিন্সিপালের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, 'বর্ধমানে যে স্কুলে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি সেই স্কুলে ১৯ বছর পর গেস্ট অব অনার হয়ে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা মুশকিল। আমার ডান দিকে আমার বাবা আর আমার বাঁ দিকে আমার ভীষন প্রিয়, আমার অতিরিক্ত ভালোবাসার মানুষ, আমার প্রিন্সিপাল ম্যাডাম। ভাবলাম তোমাদের সাথে একটু মুহূর্তটা শেয়ার করি।'
কে কী বলছেন?
অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় তাঁর এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন। অন্যদিকে এক ব্যক্তি লেখেন, 'সত্যি এর থেকে গর্বের কিছুই হয় না।' এই অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ব্যক্তি লেখেন, 'গতকালের সন্ধ্যেটা দারুণ কাটল তোমার উপস্থিতিতে। খুব মজা করেছি।'
অঙ্কুশ হাজরাকে আগামীতে মির্জা ছবিতে দেখা যাবে। এটি একটি মাফিয়া গ্যাং কেন্দ্রিক ছবি। এখানে তিনি ছাড়াও আছেন ঐন্দ্রিলা সেন। তাঁকে মাছ বিক্রেতার চরিত্রে দেখা যাবে। থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এর আগে অঙ্কুশকে কুরবান ছবিতে দেখা গিয়েছিল, কিন্তু বক্স অফিসে একেবারেই চলেনি সেই ছবি।