নিজেদের সম্পর্কের বিষয়ে কখনই তেমন রাখঢাক করেননি সত্যম ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দীর্ঘদিনের প্রেমিকা তথা বন্ধু শাশ্বতী সিনহার সঙ্গে ছবি ভাগ করে নিতেন। আগেই জানা গিয়েছিল যে তাঁরা জানুয়ারি মাসে বিয়ে করতে চলেছেন। আর দেখতে দেখতে সেই শুভ দিন চলেও এল! সোমবার ২২ জানুয়ারি চার হাত এক হল তাঁদের। বিয়ে করলেন বল্লভপুরের রূপকথা ছবির নায়ক তথা রাজাবাবু।
সত্যম ভট্টাচার্যের বিয়ে
মাঘ পড়তে না পড়তেই বেজে উঠেছে বিয়ের সানাই। ২২ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা। এদিন সমস্ত নিয়ম আচার সেরে, বিয়ে সুসম্পন্ন হওয়ার পর জুটিতে একফ্রেমে ধরা দেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন অভিনেতা।
আরও পড়ুন: ‘এটাই আসল দীপাবলি’, রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে রজনীকান্তের সঙ্গে হনুমান মন্দিরে অনুপম খের
আরও পড়ুন: ধর্মেন্দ্রর থেকে স্টারডম কম ছিল তাই শোলেতে মরতে হয় অমিতাভকে! বিস্ফোরক দাবি রোহিতের
সত্যম ভট্টাচার্যের পোস্ট করা ছবিতে তাঁকে বিয়ের জোড়, মালা পরা অবস্থায় দেখা যাচ্ছে। তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন তাঁর নববিবাহিতা স্ত্রী শাশ্বতী। তাঁর পরনে লাল টুকটুকে বেনারসি, লাল ওড়না, সোনার গয়না এবং শোলার মুকুট। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছেন। এই ছবি পোস্ট করে সত্যম তাঁদের সম্পর্কের টাইমলাইন লিখেছেন ক্যাপশনে। সেখান থেকেই জানা গিয়েছে যে ২০১৫ সালের ৯ এপ্রিল থেকে তাঁদের এই সম্পর্কের পথচলা শুরু হয়। ২০২৪ এর ২২ জানুয়ারি সেটা নতুন ধাপে উন্নীত হল। সত্যম এদিন ছবিটি পোস্ট করতেই অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
তবে কেবল বিয়ে নয়, তাঁদের গায়ে হলুদের ছবিও এদিন প্রকাশ্যে এসেছে। এর আগে অভিনেতা মোটামুটি সমস্ত আইবুড়ো ভাতের অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছেন।

বিয়েতে ব্যস্ত সত্যম

শাশ্বতীর গায়ে হলুদ
আরও পড়ুন: গান - ছবি নয়, এবার লেখায় দার্জিলিংকে নতুন করে চেনালেন অঞ্জন, লিখলেন, 'যখন বৃষ্টি হবে...'
সত্যম ভট্টাচার্যের কাজ
সত্যম ভট্টাচার্যকে প্রথমবার দেখা যায় বল্লভপুরের রূপকথা ছবিতে। আর প্রথম ছবিতেই দুর্দান্ত অভিনয় করে সকলের নজর কেড়ে নেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। একটার পর একটা কাজ করে গিয়েছেন। রক্তবীজ, সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এই মাসেই মুক্তি পাচ্ছে অভিনেতার নতুন প্রজেক্ট, তথা সিরিজ ক্যাবারে।