বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush-Mirza: সলমন-জিতের সঙ্গে টক্কর দিতে ইদে মির্জা আনছেন অঙ্কুশ, ফ্লপ না হয়ে যায়, চিন্তায় নেটপাড়া
পরবর্তী খবর
Ankush-Mirza: সলমন-জিতের সঙ্গে টক্কর দিতে ইদে মির্জা আনছেন অঙ্কুশ, ফ্লপ না হয়ে যায়, চিন্তায় নেটপাড়া
1 মিনিটে পড়ুন Updated: 12 Dec 2023, 05:43 PM ISTSubhasmita Kanji
Ankush-Mirza: অঙ্কুশ হাজরার এখন পাখির চোখ মির্জা ছবিটি। এবার তিনি প্রকাশ্যে আনলেন এটির রিলিজ ডেট।
সলমন-জিতের সঙ্গে টক্কর দিতে ইদে মির্জা আনছেন অঙ্কুশ
কুরবানের ভরাডুবির পর ফের ঘুরে দাঁড়িয়েছেন অঙ্কুশ হাজরা। তাঁর এখন পাখির চোখ মির্জা। বর্তমানে অঙ্কুশ পুরোদমে তাঁর আসন্ন ছবির প্রচার চালাচ্ছেন। টিজার থেকে তাঁর এবং ঐন্দ্রিলার ফার্স্ট লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন অঙ্কুশ। এবার জানা গেল মির্জার রিলিজ ডেট। গুজবে সিলমোহর দিয়ে ২০২৪ সালের ইদেই আসছে মির্জা।
মির্জার রিলিজ ডেট
অঙ্কুশ হাজরার পরবর্তী ছবি মির্জা আগামী বছরের ইদে মুক্তি পেতে চলেছে। সেই কথা ঘোষণা করে এদিন অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্টার পোস্ট করেন। সেখানে দাবাং লুকে ধরা দিয়েছেন তিনি। পরনে গেঞ্জির উপর বুক খোলা শার্ট এবং জিন্স। ঠোঁটে ধরা সিগারেট। এক হাতে ধরে আছেন জ্বলন্ত বোতল। অন্য হাতে বন্দুক। নেপথ্যে দাউদাউ করে জ্বলছে গাড়ি থেকে বাড়ি। এটা যে পুরো মাফিয়া ছবি হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এই ছবির উপরেই বড় বড় করে লেখা ইদ ২০২৪। এই ছবির ক্যাপশনে অঙ্কুশ লেখেন, 'সমস্ত আইন ভাঙি চলুন। ইদ ২০২৪ এর জন্য প্রস্তুত হয়ে যান।' আর তাতেই অনেকে ট্রোল করেছেন অঙ্কুশকে। কেউ আবার করেছেন সাবধান।