Tripti Dimri: সবার প্রিয় ‘ভাবি ২’ তৃপ্তি দিমরি ফাঁস করলেন তাঁর বিয়ের পরিকল্পনা। হবু বরের মধ্যে থাকতে হবে এই বিশেষ গুণ।
তৃপ্তি দিমরি
‘অ্যানিম্যাল’ ছবিতে স্বল্প উপস্থিতিতেই নজর কেড়েছেন তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবির সুবাদে এখন জাতীয় ক্রাশ ‘ভাবি ২’। যদিও তৃপ্তি কিন্তু শোবিজ দুনিয়ায় কাজ করছেন ২০১২ সাল থেকে। ‘লয়লা মজনু’ ছবির হাত ধরে রুপোলি সফর শুরু করেছিলেন তিনি, এরপর ‘বুলবুল’, ‘কলা’-র মতো ওটিটি অরিজিন্যাল ফিল্মে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। কিন্তু ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরের শয্যাসঙ্গী হয়েই মিলেছে যাবতীয় লাইমলাইট। আরও পড়ুন-বিছানায় ঝড় তুলেছেন তৃপ্তি অ্যানিম্যালে, গুঞ্জন বড় ব্যবসায়ীর প্রেম-সঙ্গী অভিনেত্রী
‘অ্য়ানিম্যাল’-এর ভাবি ২, বাস্তব জীবনে কি এখনই ‘ভাবি’ হতে রাজি? বিয়ে নিয়ে পরিকল্পনা ফাঁস করলেন অভিনেত্রী। বছর খানেক আগেও অভিনেত্রী অনুষ্কা শর্মার ভাইবউ হওয়ার কথা ছিল তৃপ্তির, অনুষ্কার ভাই কর্ণেশ শর্মাকে ডেট করেছেন তৃপ্তি। তবে ২০২৩-এ ভেঙে যায় এই বহুচর্চিত প্রেম। এরপর ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে তৃপ্তির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে।
বিয়ে নিয়ে প্রশ্ন রাখা হলে অভিনেত্রী সটান জানান, আপতত কাজেই মন তাঁর। কাজ ছাড়া অন্য কিচ্ছু ভাবছেন না। কিন্তু কেমন বর চান তিনি? হবু বরের মধ্যে একটাই গুণ থাকা চাই। তৃপ্তি জানান, তাঁকে একজন ভালো মনের মানুষ হতে হবে, আর কিচ্ছু চাই না।
২৯ বছর বয়সী অভিনেত্রী-র সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যা হু হু করে বাড়তে থাকে অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর থেকেই। সিনেমায় জোয়ার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। রোজ সোশ্যালে হাজারো প্রেম প্রস্তাব পাচ্ছেন তৃপ্তি। ২০২২ সালে কার্ণেশ শর্মার সঙ্গে আদরমাখা ছবি পোস্ট করে প্রেমে সিলমোহর দিয়েছিলেন তৃপ্তি। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ছন্দপতন। পথ আলাদা হয় দুজনের।