
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বৃহস্পতিবার বম্বে হাই কোর্টের তরফে জামিন মঞ্জুর হয় শাহরুখ-পুত্র আরিয়ান খানের। এরপরই অনন্যা পাণ্ডের তুতো ভাই আহান পাণ্ডে ইনস্টাগ্রামে বন্ধু আরিয়ান খান এবং আরবাজ মার্চেন্টের সঙ্গে বেশ কিছু অদেখা ছবি শেয়ার করেন। বম্বে হাই কোর্টের তরফে জামিন মঞ্জুর হওয়ার পরই এই ছবিগুলো শেয়ার করেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে স্কুলের দিনগুলোর থেকে বেশ কিছু অদেখা ছবি শেয়ার করেছে আহান। একটি ছবিতে স্কুলের নীল রঙের ইউনিফর্ম পরে পিঠে ব্যাগ নিয়ে বসে থাকতে দেখা গেছে আরিয়ানকে। অন্যদিকে, আরবাজ গাড়ির যাত্রীর আসনে বসে ছিলেন। যখন আহান তার সঙ্গে সেলফির জন্য পোজ দেন।
তৃতীয় ছবিটি একটি ওয়াশরুমে তোলা। আরিয়ানকে হাত ধুতে দেখা যাচ্ছে। আহানের কপালে কেকের ক্রিম লেগে রয়েছে। শেষটিতে আহান এবং আরবাজ ক্যামেরার জন্য পোজ দিয়েছেন।
আহানকে প্রায়শই আরিয়ানের সঙ্গে পার্টি করতে এবং ছবি শেয়ার করতে দেখা যায়। ছোটবেলা থেকেই দুজনে বন্ধু। আরিয়ানের সঙ্গে অনন্যা পাণ্ডেরও খুব ভালো বন্ধুত্ব। সম্প্রতি মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় আরিয়ানের সঙ্গে চ্যাটিংয়ের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছিল।
৳7,777 IPL 2025 Sports Bonus