বর্তমানের অন্যতম জনপ্রিয় স্টারকিড হলেন অনন্যা পান্ডে, এমনকি এখনের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজনও বলা চলে তাঁকে।পাইপলাইনে এখন একের পর এক ছবি তাঁর। সম্প্রতি তিনি বিভিন্ন ওটিটি তে অভিনয় করে নজর কেড়েছেন। প্রথমে খো গেয়ে হাম কাঁহা ছবি মধ্যমে দর্শকদের মন জয় করেন, আর এখন কল মি বে। যদিও কেউ কেউ বলছেন তাঁর অভিনয় দক্ষতা আরও উন্নত করার প্রয়োজন। তবে জেন-জি প্রিয় অনন্যা এখন আবার CTRL-এর প্রচারে ব্যস্ত।
আরও পড়ুন: (‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং?)
আরও পড়ুন: (ED-র গুঁতোয় জেরবার Bookmyshow, এবার কোল্ডপ্লে কনসার্টের টিকিট ব্ল্যাক নিয়ে FIR করল সংস্থা)
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন কীভাবে নিজেকে খারাপ নজর থেকে দূরে রাখার চেষ্টা করেন। অনন্যা বলেন, ‘খারাপ নজর যাতে না লাগে আমি সেজন্য প্রতি সপ্তাহে বিশেষ কিছু কার্যকলাপ করি। আমি বাড়িতে থাকা মিরচি (অর্থাৎ লঙ্কা) পোড়াই, এটা কী জানেন তো? এটা পোড়ালে যত বেশি গন্ধ বের হয়, বুঝতে হবে তত বেশি আপনার নজর লেগেছে। যদিও এর পিছনে আদৌ কোনও বিজ্ঞান সম্মত কারণ আছে কিনা আমি জানি না।’
আরও পড়ুন: (পুজোয় একটু মিষ্টিমুখ না হলে চলে ? বাড়িতেই বানিয়ে নিন নবদ্বীপের মিষ্টি দই)
আরও পড়ুন: (‘মিডিয়া আমাকেই উল্টে দোষারোপ করেছিল...’ কী নিয়ে এমন বললেন পদ্মপ্রিয়া)
অনন্যা (Ananya Pandey) আরও বলেন, ‘আমার মা ভাবনা পাণ্ডে লোকের কু-দৃষ্টি থেকে রক্ষা করতে আমার কানের পিছনে দুটো ‘কালো টিকা’ লাগিয়ে দেন। এমনকি আমি এই অনুষ্ঠানে আসার আগেও মা আমার কানের পিছনে দুটো কালো বিন্দু লাগিয়েছেন। সবাই ভাবে আমি মনে হয় স্নান করি না, বা আমার কানের পিছনে কিছু নোংরা লেগে আছে, কিন্তু আমার মা এটা বারবার করতে থাকেন।’
উল্লেখ্য, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ‘সিটিআরএল’ । এই সাইবার থ্রিলার ছবির পরিচালক ‘সেক্রেড গেমস’ এবং ‘জুবিলি’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। থ্রিলার-ড্রামাটিতে অনন্যাকে নেলা অবস্থির চরিত্রে দেখানো হয়েছে, যিনি তাঁর প্রেমিক রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পরে একটি ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রীর। এরপর তিনি ‘খালি পিলি’, ‘গেহরাইয়াঁ’, ‘ড্রিম গার্ল ২’ এবং ‘খো গায়ে হাম কাহা’ সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।