
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একাধিক প্রাক বিবাহ অনুষ্ঠান, বিয়ে, এবং বিবাহ পরবর্তী অনুষ্ঠানের দীর্ঘ সূচি পেরিয়ে অবশেষে হানিমুনে গেলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। তাঁরা একান্ত যাপনের জন্য বেছে নিয়েছেন কোস্টারিকা। প্যারিস অলিম্পিক্স থেকে সোজা সেখানেই গেছেন দুজনে।
দ্য টিকো টাইমসের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে অনন্ত এবং রাধিকা গত ১ অগস্ট কোস্টারিকায় এসে পৌঁছেছেন। জানা গিয়েছে তাঁরা লাক্সারি ফোর সিজন রিসোর্ট কাসা লাস ওলাসে থাকবেন। যদিও এই রিপোর্টের সত্যতা যাচাই করেন হিন্দুস্তান টাইমস।
কাসা লাস ওলাসে ছয় বেডরুম রয়েছে। প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এই রিসোর্টটি ১৮ হাজার ৪৭৫ স্কোয়ার ফিটের উপর তৈরি। প্রতি রাতের জন্য এই আলিশান ভিলার খরচ প্রায় ২৩ হাজার ডলার। এমনটাই এই রিসোর্টের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে। এখানে শিশুদের জন্যও বিশেষ ঘর আছে। এছাড়া সুইমিং পুল, ইত্যাদি আছে। অতিথিরা চাইলে বেশি খরচ করে ব্যক্তিগত শেফ, প্রাইভেট বার সব ব্যবহার করতে পারবেন।
জুলাই মাসেই সদ্যই গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। সদ্যই লন্ডনে তাঁদের বিবাহ পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপরই তাঁরা যুগলে প্যারিস অলিম্পিক্স দেখতে হাজির হয়েছেন। তবে তাঁরা একা নন, মুকেশ আম্বানি, ইশা আম্বানি এবং আনন্দ পরিমলও গিয়েছেন। এমনকি নীতা আম্বানিও উপস্থিত রয়েছেন প্যারিসে। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও বটে।
গত ১২ জুলাই মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল অনন্ত রাধিকার বিয়ের আসর। ১৪ এপ্রিল ছিল তাঁদের রিসেপশন। তাঁদের বিয়েতে দেশ বিদেশের একাধিক তারকারা এসেছিলেন। বিয়ের পর লন্ডনে বসেছিল তাঁদের বিবাহ পরবর্তী অনুষ্ঠানের আসর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports