বাংলা ধারাবাহিকের সুপরিচিত একটি মুখ অলকানন্দা গুহ। ইরাবতীর চুপ কথা, করুণাময়ী রানী রাসমণি, বধুয়া, জয়ী সহ বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু এবার সর্বসমক্ষে একটি ধারাবাহিক নিয়ে সরাসরি মন্তব্য করলেন অভিনেত্রী। ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে কী বললেন তিনি?
অলকানন্দা যে ভিডিয়োটি পোস্ট করেছেন তার ক্যাপশনে তিনি লিখেছেন, কি করা উচিত আমার? সব খারাপ হচ্ছে। এই ক্যাপশন দেখেই কৌতূহল জাগে অভিনেত্রীর ভক্তদের। হঠাৎ কী হল নায়িকার জীবনে? কেন এমন পোস্ট করলেন তিনি? এই সব কিছুর উত্তর অলকানন্দা নিজেই দিয়েছেন ভিডিয়োর মাধ্যমে।
আরও পড়ুন: মুক্তি পেল ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান, স্মৃতির জোয়ারে ভাসলেন শ্রোতারা
আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল-সুদীপ্তা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?
ভিডিয়ো শুরু হতেই অলকানন্দা বলেন, ‘আজ আপনাদের সঙ্গে আমার দুঃখের কথা শেয়ার করব কিন্তু আমার মুখ দেখে মনেই হচ্ছে না আমি দুঃখে আছি। এটা ভীষণ বাজে ব্যাপার। কিন্তু আজ আমার দুঃখের কথাও আমি হাসি মুখেই বলছি।’
অলকানন্দা বলে চলেন, ‘একটা সিরিয়াল আমাকে প্রমিস করেছিল প্রত্যেক মাসে আমার ১৮ খানা ডেট থাকবে, আমার প্যারালাল ট্র্যাক থাকবে, আরও অনেক কিছু প্রমিস করা হয়েছিল আমাকে। কিন্তু মাসে ১৮ খানা তো দূরের কথা, সিরিয়াল শুরু হয়ে শেষও হয়ে গেল, কিন্তু আমি ১০টা ডেটও পেলাম না।’
সিরিয়ালের নাম উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘বুলেট সরোজিনী যেটা সবেমাত্র শেষ হয়ে গিয়েছে, সেটার র্যাপ আপ পার্টিতে আমায় ডাকা হয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম যাব না কিন্তু সবাই বারবার ফোন করার পর আমি গিয়েছিলাম। আসলে এই কয়েকদিনে কারও সঙ্গেই আমার সম্পর্ক তৈরি হয়নি বিশেষভাবে।’
ক্ষুব্ধ অভিনেত্রী বলেন, ‘এই বুলেট সরোজিনী ধারাবাহিকের জন্য কোথাও আমায় কাজে নিত না। কেউ যদি আমায় ফোন করতেন, আমি যদি বলতাম হ্যাঁ আমি ফাঁকা আছি, তখনই তিনি বলতেন তুমি তো বুলেট সরোজিনী ধারাবাহিককে অভিনয় করছ। আমি কাউকেই বোঝাতে পারি না যে আমার ওই ধারাবাহিকে কোনও কাজই নেই। আমি কখনও মিথ্যা কথা বলি না।’
আরও পড়ুন: বাড়ি ফিরেই মেয়ের জন্য ব্যাগ ভর্তি শপিং করলেন দীপঙ্কর, কী কী কিনলেন তিনি?
আরও পড়ুন: বড় পর্দার পর এবার ওটিটি, কোথায় কবে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’?
এরপর ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরে অলকানন্দা বলেন, ‘আরও যে বিষয়টি নিয়ে আমি ভীষণ দুঃখে আছি সেটি হল আজ আমার একটা গোল্ড ফিস মারা গিয়েছে। গতকালও একটি মারা গিয়েছিল, আবার আজ দ্বিতীয়টি মারা গেল। এই অ্যাকুরিয়াম পরিষ্কার করতে করতেই আমার আবার ঘাড়ে হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়েছে। কিছুতেই ঘাড় ঘোরাতে পারছি না। সব মিলিয়ে আমার অবস্থা ভীষণ করুণ।’
গোটা ভিডিয়োয় অলকানন্দার হাসি মুখ দেখা গেলেও তিনি যে প্রত্যেকটি কথা ভীষণ কষ্টের সাথে বললেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। অলকানন্দার ব্যক্তিগত এবং পেশাগত সমস্যার কথা শুনে ভক্তরা নিজেদের মতো করে অভিনেত্রীকে সান্তনা জানিয়েছেন। কেউ কেউ ভালো ডাক্তারের সন্ধানও দিয়েছেন।