প্যারিস ফ্যাশন উইকে এবার বলিউডের জয়জয়কার। বি-টাউনের গ্ল্যামারে মুগ্ধ দুনিয়া। অভিনেত্রী ঐশ্বর্য রাই এবং আলিয়া ভাট ফ্যাশন গালার রেড কার্পেটে যোগ দিয়েছেন, তাঁদের সৌন্দর্য্যে তারকাখচিত ইভেন্টের স্টাইল এবং গ্ল্যামার আরও এক ধাপ বেড়ে গিয়েছিল।
প্যারিস ফ্যাশন উইকে আলিয়া-ঐশ্বর্যর টক্কর! কে বেশি সুন্দরী?
প্যারিস ফ্যাশন উইকে এবার বলিউডের জয়জয়কার। বি-টাউনের গ্ল্যামারে মুগ্ধ দুনিয়া। অভিনেত্রী ঐশ্বর্য রাই এবং আলিয়া ভাট ফ্যাশন গালার রেড কার্পেটে যোগ দিয়েছেন, তাঁদের সৌন্দর্য্যে তারকাখচিত ইভেন্টের স্টাইল এবং গ্ল্যাম আরও এক ধাপ বেড়ে গিয়েছিল।
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন আলিয়া-ঐশ্বর্য
ল'রিয়ালের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন এই দুই অভিনেত্রী। রেড কার্পেটে হাঁটার সময় দুজনেই মাথা ঘুরিয়ে দিয়েছিলেন সকলের, কমনীয়তা সঙ্গে দৃঢ় ব্যক্তিত্ব সব মিলিয়ে নজরকাড়া ছিল দুই বলি-ডিভার লুক।
ল'রিয়াল পরিবারে নতুন আসা আলিয়াকে কালো অফ শোল্ডার জাম্প স্যুটের সঙ্গে মেটালিক সিলভার বাস্টিয়ারে উজ্জ্বল দেখাচ্ছিল। মেকআপ হিসেবে তিনি ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক পরেছিলেন। ওয়েট হেয়ার লুকে তাঁকে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল। প্যারিসের রানওয়েতে পা রেখেই আলিয়া হাত নাড়েন, হাসেন এবং দর্শকদের ফ্লাইং কিস দেন।
অন্যদিকে, দীর্ঘদিনের এই ব্যান্ডের মুখ ঐশ্বর্য ঢিলেঢালা সাটিনের লাল গাউন এবং গাঢ় লাল লিপস্টিক পরে চমক দিয়েছেন। তাঁর লম্বা ট্রেলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল কারণ এতে ল'রিয়ালের ট্যাগলাইন ‘উই আর ওয়ার্থ’ লেখা ছিল। র্যাম্পে তিনি দর্শকদের নমস্কার জানিয়ে অভিবাদন জানান।