বলিউড তারকা অক্ষয় কুমার ভারত জুড়ে প্রায় ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টউম্যানের জীবন বীমা করিয়ে চলচ্চিত্র শিল্পের দীর্ঘদিনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সমাধান করেছেন। সম্প্রতি পরিচালক পা রঞ্জিৎ পরিচালিত তামিল চলচ্চিত্র ‘ভেট্টুভাম’-এর সেটে স্টান্টম্যান এসএম রাজুর মর্মান্তিক মৃত্যুর পর এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
অক্ষয়ের এই প্রকল্পটি হেলথ ও অ্য়াক্সিডেন্ট কভারেজ দেবে। ‘ভেট্টুভাম’-এর সেটে স্টান্টম্যান এসএম রাজুর মৃত্যুর ঘটনা বিনোদন শিল্পের নিরাপত্তার মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপরে অক্ষয় কুমারের এই উদ্যোগের কারণে প্রশংসায় ভরিয়েছেন সকলে।
গুঞ্জন সাক্সেনা, অন্তিম, ওএমজি ২ এবং ধড়ক ২, জিগরা-র মতো সিনেমায় কাজের জন্য পরিচিত অভিজ্ঞ স্টান্ট আর্টিস্ট বিক্রম সিং দাহিয়া এই প্রসঙ্গে বলেন, ‘অক্ষয় স্যারকে অনেক ধন্যবাদ। বলিউডে প্রায় ৬৫০ থেকে ৭০০ স্টান্টম্যান এবং অ্যাকশন ক্রুর সদস্যরা এখন বীমার আওতায় আছেন। এই পলিসিতে সেটে বা সেটের বাইরে আঘাতের ক্ষেত্রে ৫ থেকে ৫.৫ লক্ষ টাকা পর্যন্ত নগদ চিকিৎসা অন্তর্ভুক্ত রয়েছে।’
স্টান্টম্যান রাজুর মর্মান্তিক মৃত্যু:
দক্ষিণী অভিনেতা আর্য অভিনীত ও পা রঞ্জিত পরিচালিত ছবির শ্যুটের সময়, গাড়ি উল্টে যাওয়ার এক দৃশ্যে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। কলিউড স্টান্ট সম্প্রদায়ের সদস্য এসএম রাজু বছরের পর বছর ধরে শত শত তামিল ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন এবং দুর্ধর্ষ স্টান্ট করার জন্য বিখ্যাত ছিলেন। শুটিংয়ের সময়কার একটি ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, রাজু একটি উচ্চ ঝুঁকিপূর্ণ গাড়ির স্টান্ট করার চেষ্টা করছেন। যানবাহনটি র্যাম্পে আঘাত করার সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হাওয়ায় কয়েকবার পালটিও খায়, এবং মাথার উপর গিয়ে পড়ে। ক্রুর সদস্যদের দুর্ঘটনার তীব্রতা বুঝতে কিছুক্ষণ সময় লেগেছিল। যখন তারা গাড়ির কাছে ছুটে যান, তাঁরা রাজুকে মারাত্মকভাবে আহত অবস্থায় উদ্ধার করেন। তৎক্ষণাৎ চেষ্টা সত্ত্বেও, তিনি ঘটনাস্থলেই মারা যান।