নতুন সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-র জন্য খবরে রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শীঘ্রই মুক্তি পেতে চলেছে সেই ছবি। তবে কাজের তুমুল ব্যস্ততার ফাঁকেও পরিবারকে সময় দিতে ভোলেন না বলিউডের খিলাড়ি কুমার। দীর্ঘ দিন শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। হাতের কাজ একটু হালকা হতেই মেয়ে নিতারাকে সিনেমা দেখাতে নিয়ে এলেন অক্ষয়।
শুক্রবার, ২৯ মার্চ রাতে, মেয়ে নিতারার সঙ্গে নিয়ে সিনেমা দেখাতে যান অক্ষয় কুমার। সিনেমা দেখে বেরিয়ে আসার সময় মুম্বইয়ে এক সিনেমা হলের বাইরে লেন্সবন্দি হন বাবা-মেয়ে জুটি। এক পাপারাৎজ্জি ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করেছেন। মেয়ে নিতারাকে নিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে এসে সোজা গাড়িতে উঠে যান তাঁরা। এ দিন কার্গো প্যান্ট এবং সাদা শার্ট পরেছিলেন খিলাড়ি কুমার। ছোট্ট নিতারাকে গোলাপি সোয়েটশার্ট এবং জিন্স পরে দেখা গিয়েছে।
মেয়ে নিতারা চোখের মণি বাবা অক্ষয়ের। হাজারো কাজের ব্যস্ততার মধ্যে মেয়ের জন্য সময় বের করতে ভোলেন না অভিনেতা। প্রায়ই ইনস্টাগ্রামে নিতারার সঙ্গে ভিডিয়ো শেয়ার করেন অভিনেতা। নিতারাও বাবা অক্ষয় কুমারের মতো অ্যাডভেঞ্চার পছন্দ করেন। আরও পড়ুন: বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে