
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
অবশেষে মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের ‘ময়দান’। গত ৫ বছর ধরে তৈরি হচ্ছিল এই ছবি। প্রথমে ২০২০ সালে এই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেবার কোভিডের কারণে মুক্তি পিছিয়ে যায়। তারপরও একাধিক বার ছবির মুক্তির দিন ঠিক হয়েছে। কিন্তু বিভিন্ন কারণে 'ময়দান' শেষপর্যন্ত মুক্তি পায়নি। অবশেষে ঘোষণা করা হল এই ছবির নতুন মুক্তির দিন। জানা যাচ্ছে, চলতি বছর ইদে মুক্তি পাবে অজয়ের ‘ময়দান’।
অজয়ের ‘ময়দান’-এর নতুন মুক্তির দিন টুইট করে জানিয়েছেন ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তিনি লেখেন, ‘অজয় দেবগন অভিনীত ‘ময়দান’ একটা নতুন মুক্তির দিন পেয়েছে। এটা ২০২৪-এর এপ্রিলে, ইদে মুক্তি পাচ্ছে। ছবিটি অমিত শর্মা পরিচালিত, বনি কাপুর, জি স্টুডিও প্রযোজিত।’
আরও পড়ুন-একই চরিত্রে দুই অভিনেতা, মোশারফের সঙ্গে কাজ কি কঠিন ছিল? কী বলছেন জুনিয়র ‘হুব্বা’ গম্ভীরা?
অজয় দেবগন নিজেও 'ময়দান' ছবির নতুন পোস্টার শেয়ার করে নতুন মুক্তির দিন ঘোষণা করেন। লেখেন, 'বহু প্রতীক্ষিত ছবিটি এবার বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। এই ইদে, এপ্রিল ২০২৪-এ ময়দান মাঠের নামবে। একটা অনুপ্রেরণাদায়ক গল্পের প্রতিশ্রুতি দিচ্ছি। যে গল্প আপনাকে আনন্দ দেবে। গর্বের সঙ্গে দেশকে উদযাপন করবে।
অজয় যে পোস্টারটি শেয়ার করেছেন, সেখানে অজয়কে পায়ে ফুটবল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পিছনে দেখা যাচ্ছে কলকাতার ট্রামের ছবি। ট্রামের উপরে লাগানো বিজ্ঞাপনে বাংলায় লেখা ‘লিলি বিস্কুট’। ঠিক তার নিচেই বাংলাতে লেখা ৪৮৯ নম্বর। ছবির পোস্টারে বাংলা লেখা দেখেই বেশ বোঝা যায় ছবির বিষয়বস্তুতে উঠে আসবে এই বাংলার কথা, থাকবে কলকাতার ফুটবলের কথাও। তবে ছবির বিষয়বস্তুতে বাংলার কথা এবং পোস্টারে বাংলা লেখা থাকলেও এই ছবি কিন্তু বাংলায় মুক্তি পাচ্ছে না। অথচ হিন্দি সহ দক্ষিণের একাধিক ভাষাতে এই ছবি মুক্তি পাচ্ছে।
জানা যাচ্ছে, অমিত শর্মা পরিচালিত এই ছবিতে উঠে আসবে ১৯৬২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতীয় ফুটবলের সুবর্ণ যুগের আখ্যান। ছবিতে ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে দেখা যাবে অজয়কে। উঠে আসবে বাংলা ও ফুটবলের প্রসঙ্গও। জানা যাচ্ছে, অজয়ের এই ছবিতে দেখা যাবে বাংলার একাধিক শিল্পীকে। রয়েছেন অভিনেতা অমর্ত্য রায় (চৈতি ঘোষালের ছেলে) ও আরিয়ান ভৌমিককে।
৳7,777 IPL 2025 Sports Bonus