Anjana Basu: 'দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিলাম…', অসুস্থতা কাটিয়ে সিরিয়ালের সেটে অঞ্জনা বসু
1 মিনিটে পড়ুন Updated: 07 Apr 2023, 12:07 PM IST‘আমার দু'বার কোভিড হয়েছিল। দ্বিতীয়বার কোভিডের সঙ্গেই হয় ডেঙ্গি। ফুসফুস, কিডনি, সবটাই নষ্ট হয়েছে। সুগার ছিল, সেটাও ধরা পড়েছে। তারমধ্যে আবার জরায়ুতে টিউমার হয়েছিল, সেটাও অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে। যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বাঁচার আশাই ছিল না, আবারও ফিরে এসেছি পুরনো জীবনে সেটাই অনেক।’
অঞ্জনা বসু, অভিনেত্রী