সোমবার 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর এক সঙ্গে দেখা যায় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শুভশ্রী-দেবের গলায় কখনও ধরা পড়ে অভিমান, আবার দেব ফ্লার্টও করেন কখনও। সব শেষে তাঁরা একে-অপরের সঙ্গে নাচ করেন। তাঁদের এই অনুষ্ঠান ঘিরে তোলপাড় হয় স্যোশাল মিডিয়া। আর তার মধ্যেই রাজ চক্রবর্তীকে নিয়ে নানা মিমের বন্যা বয়ে যায়। অনেকেই নানা কুরুচিপূর্ণ ইঙ্গিতও করতে থাকেন। তবে সেই সব কিছুকে নস্যাৎ করে ফের ভালোবাসা ভরা ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের।
আরও পড়ুন: মুম্বইতে ভেঙে ফেলা হল সলমন খানের ছবির সেট? ব্যাপারটা কী? দেখে নিন
শনিবার রাজের ফ্যান ক্লাবের পক্ষ থেকে কিছু ছবি ভাগ করে নেওয়া হয়। সেখানে দেখা যায় ঘরোয়া পার্টিতে মেতেছেন রাজ-শুভশ্রী। কারণ ‘গৃহপ্রেবেশ’। কালো রঙের টি-শার্টে ধরা দেন শুভশ্রী। তাঁর মুখে মেকআপের লেশমাত্র ছিল না। অন্যদিকে, ব্রাউন রঙের টি-শার্টে দেখা যায় রাজকে। প্রথম ছবিতে দেখা যায় রাজ শুভশ্রীকে জড়িয়ে আছেন। দুজনের মুখে লেগে মিষ্টি হাসি। এরপর ছবিতে রাজের বাহুলগ্না হয়ে দেখা যায় নায়িকাকে। তিনি ও রাজ এক অপরের মুখের দিকে তাকিয়ে ছিলেন। এই ছবিগুলি ভাগ করে নিয়ে ফ্যান ক্লাবের পক্ষ থেকে লেখা হয়, ‘গৃহপ্রবেশের ৫০ দিন পূর্ণ হওয়ায়... নিজের বাড়িতে বন্ধুদের ও টিমের সঙ্গে পার্টিতে রাজ-শুভশ্রী।’
তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা। একজন লেখেন, ‘শত্রুদের মুখে ছাই ‘। আর একজন লেখেন, ‘পছন্দের জুটি।’ আর একজন লেখেন, ’খুব কিউট লাগছে।’
আরও পড়ুন: 'সাইয়ারা' দেখে কাঁদলেন ববি দেওল! ‘সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল…’, যা বললেন নায়ক
প্রসঙ্গত, ২০১৫-এর অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব-শুভশ্রী 'ধূমকেতু'-র। তারপরই সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি। মাঝে কেটে গিয়েছে প্রায় ১০টা বছর। তবে তাতে এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। চলতি বছরের ১৪ অগস্ট অবশেষে 'ধূমকেতু' মুক্তি পেতে চলেছে। সেখানে বহু বছর পর দেব-শুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শকরা। এক সময় তাঁদের জুটি ছিল টলিউডের অন্যতম হিট জুটি।