
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাংলা টেলিভিশনের সাম্প্রতিক সময়ে তাঁর মতো জনপ্রিয়তা পেয়েছেন ক'জন নায়ক, তা বলা মুশকিল! নায়িকা নির্ভর সিরিয়ালের গল্পে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন আদৃত রায়। মিঠাই-এর পর এবার জি বাংলার পর্দাতেই ‘মিত্তির বাড়ি’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। আরও পড়ুন-সৌমিতৃষার সঙ্গে তুলনা, জুটছে বেমানান তকমা! ‘আমার নায়কটা খুব ভালো’, আদৃতের প্রশংসায় পারিজাত
দেড় বছরে অনেক বদল এসেছে আদৃতের জীবনে। এখন তিনি আর সিঙ্গল নন। তবে বঙ্গললনারা তাঁর উপর ক্রাশ খাওয়া ভোলেননি। ফ্যানেদের জন্য সিরিয়ালের শ্যুটিংয়ের ফাঁকে সময় বার করতে ভোলেন না আদৃত, তবে মিডিয়ার মুখোমুখি হতে বেশ অনীহা তাঁর। সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে আদৃত বলেন,'আমি চাই, পর্দায় আমার অভিনয়টাই একমাত্র বিচার্য বিষয় হয়ে উঠুক। তার বাইরে আমাকে নিয়ে কেউ যা খুশি বলতে পারেন। আমার কিছু যায়-আসে না।'
মিঠাইয়ের পর এত লম্বা বিরতি কেন? অভিনেতা জানিয়েছেন চলতি বছর মে মাস পর্যন্ত ‘পাগলপ্রেমী’ ছবির শ্য়ুটিং নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। সেই কারণে সিরিয়ালের কথা ভাবতে পারেননি। পাশাপাশি মিঠাই শেষ হওয়ার পর সিদ্ধার্থ মোদকের মতোই চরিত্রের অফার আসছিল তাঁর কাছে। নিজেকে ভাঙতে চেয়েছিলেন, সেই কারণেই অপেক্ষা। ‘মিত্তির বাড়ি’তে আইনজীবীর চরিত্রে রয়েছেন আদৃত। আইনজীবী ধ্রুব মিত্তির-ঠিক কেমন? আদৃতের কথায়, অন্যায়ের প্রতিবাদে অকুতোভয় সে। শিরদাঁড়া সোজা রেখে চলে। আর পৈতৃক বাড়ি বিক্রির বিরুদ্ধে সে। এর জন্য পরিবারের সদস্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও তাঁর কুণ্ঠা নেই। আর অবশ্যই ধ্রুব মিত্তির ‘হেট লাইস’, মিথ্যে মোটে পছন্দ নয় তাঁর।
চলতি বছর এপ্রিলে কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আদৃত। যাঁর সঙ্গে তাঁর সম্পর্কের শুরু মিঠাই ধারাবাহিকের সেটেই। বিয়ের পর কতটা পালটেছে আদৃতের জীবন? অভিনেতার কথায়, ‘মিঠাই’-এর কথা উঠলে সবাই অভিনয়, পরিচিতি, পুরস্কারের কথা বলেন। ওই ধারাবাহিক থেকে আমার জীবনসঙ্গীকেও পেয়েছি। সে রকম কোনও পরিবর্তন আসেনি। ও শ্যুটিংয়ে ব্যস্ত….দু’জনেই চেষ্টা করি একটা ছুটির দিন খুঁজে একটু নিজেদের মতো কাটাতে।'
আদৃত-সৌমিতৃষা ছোটপর্দার ব্লকবাস্টার জুটি। এইবার আদৃতের সঙ্গী পারিজাত। এর আগে ইন্দুবালা ভাতের হোটেলে দর্শক দেখেছে তাঁকে। নায়িকার প্রশংসায় পঞ্চমুখ আদৃত। জানিয়েছেন, পারিজাত প্রাণবন্ত এবং পরিশ্রমী মেয়ে। মাটিতে পা রেখে চলতে পছন্দ করে। আদৃতের বিশ্বাস জোনাকি বিশ্বাস হিসাবে দর্শকদের মন ছুঁতে সফল হবে সে। সিনেমায় কাঙ্খিত সাফল্য আসেনি, তবে ছোটপর্দা আদৃতকে ‘জনগণের স্টার’ বানিয়েছে। তবে নিন্দকদের মতে, আদৃত নাকি এখন ‘অহংকারী' হয়ে পড়েছেন, তাঁর মাটিতে পা পড়ে না। প্রশ্নের জবাব তাঁর সাফ জবাব, ‘আমি সাদা-কালোয় বিশ্বাস করি। ধূসরে বিশ্বাস করি না। তাই সাদা বা কালো— কেউ তাঁদের সমস্যা জানালে, নিশ্চয়ই সেটা বিবেচনা করে দেখব। কিন্তু অহেতুক আমাকে কিছু বললে, সেটা তাঁর সমস্যা।’
আগামী সোমবার থেকে রাত ৯টায় জি বাংলায় সম্প্রচারিত হবে মিত্তির বাড়ি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports