
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চিরসখা ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে, কিছুতেই আর পেরে উঠছে না মিত্তির বাড়ি। চলতি সপ্তাহেও টিআরপিতে চিরসখার রেটিং ছিল ৫.০, আর মিত্তির বাড়ির ৪.০। এতদিন নিখাদ পারিবারিক ড্রামাই ছিল এই সিরিয়াল। তবে এবার সেই গতেবাঁধা ছন্দেই ভাসাল গা। নায়ক ধ্রুব মিত্তিরের পুরনো প্রেমিকা আসছে গল্পে। অর্থাৎ জোনাকি বিশ্বাসের হাল আরও বেহাল হতে চলেছে।
তা কে নিচ্ছে এন্ট্রি মিত্তির বড়ি ধারাবাহিকে। ধ্রুবর প্রাক্তন প্রেমিকা হিসেবে দেখা মিলবে মৌলি সরকারের। যাকে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে স্রোতের মেডিকেল কলেজের বন্ধুর চরিত্রে এতদিন দেখেছেন দর্শকরা। মিত্তির বাড়িতে মৌলির চরিত্রের নাম হতে চলেছে শর্মিলা।
আরও পড়ুন: এবার অসমবয়সী বন্ধুত্বের গল্পে বনি! ‘কেয়ার অফ এ জার্নি’ ছবির নায়িকা কে?
নায়ক আদৃত রায়ের সঙ্গে দুটি ছবি শেয়ার করলেন মৌলি। যেখানে দুজনকই দেখা গেল উকিলের কালো কোট, গলায় মেডেল পরে। বোঝা গেল, খুব সম্ভবত দুজনে একই কলেজ থেকে আইন নিয়ে লেখাপড়া করেছিলেন। আর সেখানেই হয়তো সম্পর্কের শুরুয়াত ধ্রুব ও শর্মিলার। জীবনের প্রথম প্রেম, কোনো এক কারণে ভেঙে যায়। এবার দেখার মিত্তির বাড়িতে ঢুকে কী খেল দেখায় শর্মিলা। কতটা শয়তানি করে, জোনাকির পিছনে পড়ে থাকে!
আরও পড়ুন: রীতেশের ছবির শ্যুটিং করতে গিয়ে কোরিওগ্রাফারের নদীর জলে ডুবে মৃত্যু! দু'দিন পর মিলল দেহ
মিত্তির বাড়িতে নিজের এন্ট্রির খবর দিয়ে মৌলি ফেসবুকে লেখেন, ‘কথায় আছে, পুরনো প্রেম ভাতে বাড়ে! আর পুরনো প্রেম? ধ্রুব-শর্মিলা অধ্যায় কি একেবারেই শেষ? নাকি শেষ থেকে শুরু? মিত্তির বাড়ি।’ আদৃত রায় ও জি বাংলাকে ট্যাগও করেন মৌলি। তবে এমন খবরে বেশ অতঙ্কে ধ্রুব-জোনাকির ভক্তরা। একজন লেখেন, ‘একদম ভালো হল না। এমনি টিআরপি কম, আরও কমবে।’ আরেকজন লেখেন, ‘এতদিন এসব দেখাত না বলে ধারাবাহিকটাকে ভালো লাগত। এবার সেই একই ব্যাপার হবে মনে হচ্ছে। এক বর, দুই বউ। এবার জোনাকির প্রাক্তন এসে পৌঁছলেই হয়ে গেল।’
আরও পড়ুন: পাক সেনা আধিকারিকের মেয়ের সঙ্গে প্রেম করছেন প্রভাস? ভুয়ো খবরে মুখ খুললেন ইমানভি, কিন্তু কে এই নারী?
অবশ্য শুধু মৌলি নন, মিত্তির বাড়িতে সদ্য দেখা মিলেছে অভিনেতা বিশ্বজিতের। যে এর আগে মিঠাই ধারাবাহিকে ছিল আদৃত অর্থাৎ সিদ্ধার্থ মোদকের দাদু। এই মেগায় বিশ্বজিতের চরিত্রের নাম শ্যামসুন্দর সেন। এখন দেখার, একগুচ্ছ নতুন মুখের আগমনের ফলে, কেমন জমে ওঠে গল্প। টিআরপি বাড়বে কি কমবে, সে তো সময়ই বলবে!
6.88% Weekly Cashback on 2025 IPL Sports