'১৪ জন মিলে পুরী গেছিলাম। বন্ধু, বন্ধুর বন্ধু। মূল কারণ জগন্নাথ দর্শন অদ্ভুতভাবে রবি ঠাকুরের দর্শন হলো। কত গান গাইলাম সবাই, কত কথা, কত অজানা অনুভূতি। আজ স্বপ্ন দেখলাম। ওনার পায়ের কাছে চুপটি করে বসে আছি। প্রণাম করতে যাবো ঘুম ভেঙ্গে গেলো।'
পুরীতে স্বস্তিকা
'আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে', পুরীর সৈকতে সন্ধেবেলা বসে সকলে মিলে রবি ঠাকুরের এই গানটিই গাইছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অভিষেক রায়রা। ছিলেন আরও অনেকেই, মোট ১৪ জন। তারই এক টুকরো মুহূর্ত উঠে এসেছে টুইটারের পাতায়।
পুরীর সৈকতে বসে সকলে মিলে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা নিজেই। লিখেছেন, জগন্নাথ দর্শনে তাঁরা মোট ১৪ জন মিলে পুরী গিয়েছিলেন। অদ্ভুতভাবে সেখানে গিয়েও রবি ঠাকুরের দর্শন পেয়েছেন তিনি। জানিয়েছেন, সেখানে গিয়ে সকলে মিলে তাঁর রবীন্দ্রানাথের অনেক গান গেয়েছেন। তাঁকে নিয়ে অনেক গল্প করেছেন, সকলেই অজানা অনুভূতি ভাগ করে নিয়েছেন একে অপরের সঙ্গে। এখানেই শেষ নয়। পরের লাইনেই স্বস্তিকার এই ভিডিয়ো শেয়ার করার আসল কারণ জানা গেল। স্বস্তিকা লিখেছেন, ‘আজ স্বপ্ন দেখলাম, ওনার পায়ের কাছে চুপটি করে বসে আছি। প্রণাম করতে যাব, ঘুম ভেঙে গেল।’