Actress Chhavi Mittal: গত বছরই ক্য়ানসার মুক্ত হয়েছেন, ফের অসুস্থ ছোটপর্দার অভিনেত্রী ছবি মিত্তল
Updated: 03 Aug 2023, 11:32 PM IST Ranita Goswami 03 Aug 2023 Bollywood, Entertainment, Actress Chhavi Mittal, Costocondritis, Chhavi Mittal Diagnosed Costocondritis, Cancer, Chhavi Mittal Diagnosed Cancer, ছবি মিত্তল, ক্যানসার, কস্টোকন্ড্রাইটিসছবি মিত্তাল জানিয়েছেন কস্টোকন্ড্রাইটিস রোগে আক্রান্ত তিনি। অর্থাৎ বুকের কার্টিলেজে আঘাত পেয়েছেন। অভিনেত্রী জানান, ‘অস্টিওপেনিয়ার জন্য আমি যে ইনজেকশনটি নিয়েছিলাম এটা তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কিংবা ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন নেওয়ার কারণেও হতে পারে। লাগাতার সর্দি-কাশির কারণেও হতে পারে।’
পরবর্তী ফটো গ্যালারি