Rahul Bose: ‘কিছু বিষয়ে অনুশোচনা হয়, ২০২২-এ মাত্র ৬ বার বাড়ি থেকে বের হয়েছি’, অকপট রাহুল বোস
1 মিনিটে পড়ুন Updated: 16 Jun 2023, 08:23 PM ISTজীবনে বেশকিছু কারণে তাঁর অনুশোচনা হয় বলে জানান রাহুল বোস। কিন্তু কী কারণে অনুশোচনা করেন অভিনেতা? কারণগুলি সম্প্রতি সাক্ষাৎকারে নিজেই খোলসা করেন রাহুল বোস। তাঁর কথায়, 'যদি সুযোগ পাই তাহলে জীবনের বেশকিছু জিনিস আমি পরিবর্তন করতে চাইব।' আর তিনি ঠিক কী কী পরিবর্তন চান, তার লম্বা তালিকা দেন রাহুল বোস।

রাহুল বোস