বর্তমানে ফের আমির খানের প্রেম জীবন নিয়ে শুরু হয়েছে চর্চা। চলতি বছরে জন্মদিনে নতুন বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে সকলের পরিচয় করিয়েছিলেন অভিনেতা। এর আগে ২টি বিয়ে ভেঙেছে তাঁর, তবে এবার ফের নতুন করে প্রেমে পড়েছেন নায়ক। তাঁর গার্লফ্রেন্ডকে নিয়ে নাকি কোনও আপত্তি জানাননি পরিবারের কোনও সদস্য, এমনকি প্রাক্তন স্ত্রীরাও সাদরে গ্রহণ করেছেন গৌরীকে।
২৭ এপ্রিল, রবিবার প্রাক্তন (প্রথম) স্ত্রী রিনার বাড়িতে একসঙ্গে দেখা গেল আমির ও গৌরীকে, সঙ্গে ছিলেন বড় ছেলে (রীনা ও আমিরের ছেলে) জুনায়েদও। নিমেষে সেই মুহূর্তটি পাপারাৎজিরা লেন্সবন্দি করেন।
আরও পড়ুন: এবার বিয়ের পিঁড়িতে অভিষেক-শার্লি? ‘ফুলকি’র সেটে খেলেন আইবুড়ো ভাত! কী কী ছিল মেনুতে?
ভিডিয়োয় আমিরের পরনে দেখা যায় নীল-সাদা পোশাক পরেছিলেন। অন্যদিকে, গৌরী পরেছিলেন গোলাপি-সাদা কুর্তার সেট। জানা যায় এই দিনটা রিনার বাড়িতেই একসঙ্গে কাটিয়েছেন আমির-গৌরী।
তবে আমির খান ও গৌরীর এই ভিডিয়োটি সামনে আসার সঙ্গে সঙ্গেই তাঁদের নিয়ে ট্রোল শুরু হয়। ছেলে জুনায়েদের সঙ্গে আমির ও গৌরীকে দেখে বেশ বিরক্ত নেটিজেনরা। তাঁরা এই ঘটনা ও আমিরের তীব্র সমালোচনা করছেন। একজন লেখেন, 'আমির খান, দয়া করে এবার থামুন।' আর একজন লিখেছেন, 'কী অনন্য পরিবার!' একজন লেখেন, 'লজ্জা লাগা দরকার, আমির তাঁর ছেলের বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।' আর একজন লেখেন, 'লজ্জাজনক বলিউড, যতদিন এঁরা বেঁচে থাকবে ততদিন এঁরা বিয়ে করতেই থাকবে।'
আরও পড়ুন: ‘অন্তর্বাস পরে ওঁর সামনে বসতে বলেছিলেন’ সাজিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নবীনার
এর আগে দ্বিতীয় ম্যাকাও আন্তর্জাতিক কমেডি উৎসবে গৌরীকের সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন আমির খান। ট্রাডিশনাল সাজে দেখৈ গিয়েছিল দুজনকে। নতুন বান্ধবীর হাতে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তাঁদের সঙ্গে সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনা অভিনেতা শেন টিং এবং মা লি।
প্রসঙ্গত, ২০২৫-এ ৬০ বছর জন্মদিনে সকলের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। সেদিন আমির ফের প্রেমে পড়েছেন শুনে অনেকেই অবাক হয়েছিলেন। গৌরীকে পরিচয় করাতে গিয়ে আমির বলেছিলেন, ‘এতদিন এই সম্পর্কের কথা সকলের থেকে লুকিয়ে রেখেছিলাম। তবে আমার মনে হয় এটাই ভালো সময়। আমি ও গৌরী একে অপরকে ২৫ বছর ধরে চিনি। দেড় বছর ধরে আমরা একসঙ্গে রয়েছি। ও আমার বহু পুরনো বন্ধু এবং আমার বর্তমানে প্রেমিকা।’