১৭৭৩ সালে সংঘটিত উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত করেন ‘আনন্দমঠ’। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটি বিশেষ ভূমিকা আছে ১৮৮২ সালে প্রকাশিত এই রাজনৈতিক উপন্যাসে। সেই বছরই প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল ‘আনন্দমঠ’।
৮ এপ্রিল ভারতের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১২৮তম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এবার এগিয়ে এলেন সুজয় কুট্টি, রামকমল মুখোপাধ্যায় এবং শৈলেন্দ্র কুমার। বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’-কে এবার বড় পর্দায় তুলে ধরার চেষ্টায় এই ত্রয়ীর। আনন্দমঠ অবলম্বন আসতে চলেছে হিন্দি ছবি ‘১৭৭০-এক সংগ্রাম’।
ছবির স্ক্রিপ্ট লেখার দায়িত্বে জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলির বাবা তথা কিংবদন্তী লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, বহু বছর আগে এই বইটি পড়েছিলেন। সুজয়ের মুখে ছবির কথা শুনে তিনি খানিকটা অবাকও হয়েছিলেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘রামকমলের সঙ্গে সাক্ষাতের পর আমি বুঝতে পারি ছবিটি নিয়ে ওর এক আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি রাজি হই। আমার কাছে নিঃসন্দেহে এটি চ্যালেঞ্জ।’
ছবিটি তৈরি হবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। আপাতত ছবির পরিচালকের নাম নির্ধারিত না হলেও, ছবিতে অভিনয়ের জন্য নাকি ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে প্রভাস, রাম চরণ এবং বিজয় সেতুপতির কাছে। বাংলাতেও এই ছবি মুক্তি পাবে কিনা তা এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বতরে শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতা, হায়দরাবাদ এবং লন্ডনে ছবির শ্যুটিং হওয়ার কথা রয়েছে।