সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির ট্রেলার দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না কেউই। দিল বেচারার প্রথম ঝলক দেখেই ইমোশ্যানাল গোটা টুইটার। শেষ কবে কোন ছবির ট্রেলার এভাবে আট থেকে আশি সক্কলকে কাঁদিয়েছে বলা মুশকিল! সুশান্তের প্রতিটা ডায়লগ, প্রতিটা ফ্রেমে নজর আর মন দুটোই আটকে গিয়েছে নেটিজেনদের। ম্যানির মুখে যখন শুনেছে, ‘এক থা রাজা এক থি রানি, দোনো মর গায়ে খতম কাহানি…’, বুকের বাঁ দিকের হৃদযন্ত্রটা কিছু সময়ের জন্য থমকে গিয়েছে। কিংবা যখন সে বলেছে- ‘জনম কব লেনা হ্যায় অউর মর কব হ্যায় ও হামারে হাতো মে নেহি হ্যায়, লেকিন ক্যায়সে জিনা হ্যায় ও হামারে হাতো হ্যায়’।
দেখে নিন দিল বেচারার ট্রেলার-
দিল বেচারার ট্রেলার দেখে সুশান্তের হাসিতে,কান্নায়, ভালোবাসায় ডুব দিয়েছে টুইটার। প্রয়াত অভিনেতাকে স্মরণ করে চোখের কোণ ভিজেছে সকলের। দেখুন টুইটারের বাসিন্দাদের প্রতিক্রিয়া-
মাত্র দুমিনিটের ট্রেলারের সবরকমের ইমোশন তুলে ধরেছেন সুশান্ত। এটাই প্রমাণ করে কতখানি বড়মাপের অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বলছেন, গুণমুগ্ধ ভক্তরা।
ইতিমধ্যেই রেকর্ড গড়ছে দিল বেচারার ট্রেলার। মুক্তির দুঘন্টার মধ্যে ইউটিউবে এই ট্রেলারের লাইক সংখ্যা ১ মিলিয়ান অর্থাত্ ১০ লক্ষ ছাড়িয়েছে। যা বলিউডের ইতিহাসে এই প্রথম। ভিডিয়ো স্ট্রিমিংয়ের বন্যায় ইউটিউবে আপটেড হচ্ছে না দিল বেচারার ভিউজ সংখ্যা।

সুশান্তের দিল বেচারা কো-স্টার সঞ্জনা সাংঘি এদিন ছবির ট্রেলার টুইট করে লেখেন, ‘আমাদের লেবার অফ লাভ… ও (ম্যানি) সারাক্ষণ সঙ্গে থেকে তার (কিজি) যন্ত্রণাগুলো কমিয়েছে, সব দুঃখগুলো ভাগ করে নিয়েছে..প্রতিটা মুহূর্ত সেলিব্রেট করছে,যেগুলো প্রয়োজন ছিল’।
পরিচালক মুকেশ ছাবরার এই ছবি বলবে কিজি আর ম্যানির প্রেমের গল্প। দুই অল্পবয়সী ক্যানসার আক্রান্ত মানুষ কেমনভাবে একটি একে অপরের মধ্যে খুঁজে পাবে নিজেদের জগত সেই কাহিনি এই ছবির উপজীব্য। ছবিতে সুশান্তের চরিত্রের নাম ম্যানি এবং সঞ্জনাকে দেখা যাবে কিজির ভূমিকায়। জন গ্রিনের লেখা উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ অবলম্বনে তৈরি দিল বেচারা। ২৪শে জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সরাসরি মুক্তি পাবে দিল বেচারা। সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধার্ঘ জানাতে সকলের জন্য উপলব্ধ হবে এই ছবির স্ট্রিমিং,অর্থাত্ শুধু প্রাইম সদস্যরাই নন- যে কেউ বিনামূল্যে এই ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন এই ছবি।