ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। আগেই জানিয়ে দিয়েছিলেন যে, এব ছর রঞ্জি অভিযানের শেষেই পেশাদার ক্রিকেট থেকে বিদায় নেবেন। সেইমতো ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে বাংলার রঞ্জি ম্য়াচে শেষবার ব্যাট-প্যাড পরে ক্রিকেটে মাঠে নামেন ঋদ্ধিমান। তাঁর বিদায় ম্যাচে জয় পেয়েছে বাংলা। দুরন্ত পারফরম্যান্স করে একদিন আগেই ম্যাচ জিতে নেয় অনুষ্টুপরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পঞ্জাবকে এক ইনিংস ও ১৩ রানে পরাজিত করে বাংলা। তবে ঋদ্ধি যাওয়ার বেলায় নিয়ে গেলেন না কোনও কিছুই। কিট ব্যাগ থেকে এক এক করে ব্যাট, প্যাড, গ্লাভস বিলিয়ে দেন তিনি। এমনকী শেষ ম্যাচের বেঙ্গল ক্যাপটাও নিলেন না সঙ্গে। দুপুর তিনটে নাগাদ শেষবারের মতো ইডেনের ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে যান ঋদ্ধিমান। কাঁধে কিটব্যাগ থাকলেও তাতে ছিল না কিছুই।
যখন বেরিয়ে যাচ্ছেন, সেই সময় তাঁর কাছে জার্সির আবদার করেন এক ভক্ত। তবে সেটি পরেই ফিরতে হবে তাঁকে। নইলে হয়তো সেটিও দিয়ে দিতেন তিনি। দীর্ঘ ২৮ বছরের ক্রিকেট কেরিয়ারের ইতি টানলেন ঋদ্ধিমান। অন্য কেউ হলে হয়তো আবেগতাড়িত হয়ে পড়তেন। তবে তিনি ছিলেন অটল। খেলা শেষে একবার পিচের সামনে বসেন। তারপর দলের বাকি সদস্যদের কাঁধে করে মাঠ ছাড়েন।
এই দৃশ্য দেখ কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন স্ত্রী রোমি। আবেগহীন ঋদ্ধিমান বলেন, ‘সবকিছু আগে থেকে পরিকল্পনা করা ছিল। আমি জানতাম এই দিনটা একদিন ঠিকই আসবে। আমায় যারা চেনে তারা জানে আমি খুব বেশি আবেগী নই।’ নিজের কিট বিলিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে থাকলে ওগুলি স্মারক হিসেবে থাকত। ওদের কাছে থাকলে সেগুলি ব্যবহার করা হবে।’
শুধু তাই নয়, ইডেনে নিজের নামে কোনও স্ট্যান্ড চান না তিনি। এক্ষেত্রে ঋদ্ধির সাফ বক্তব্য, ‘কেন আমার নামে স্ট্যান্ড হবে? সেটা হওয়ার মতো অ্যাচিভ কিছু করিনি।’ এই তারকা উইকেটকিপার চান তাঁকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখুক।
ঋদ্ধিমান বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমার গড় ২৯.৪১। নিজের জন্য খেললে সেটা ৩৫ হতে পারত। কিন্তু তাতে কি লাভ? আমি একজন টিমম্যান হয়ে থাকতে চেয়েছিলাম। বড় উইকেটকিপার নয়, আমি চাই লোকে একজন ভালো মানুষ হিসেবে আমায় মনে রাখুক।’ উল্লেখ্য, ভারতের হয়ে মোট ৪০টি টেস্ট ও ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ঋদ্ধি। তিনি টেস্টে ২৯.৪১ গড়ে ১৩৫৩ রান সংগ্রহ করেছেন। ওয়ান ডে ক্রিকেটে ঋদ্ধির সংগ্রহ মোটে ৪১ রান।