Virat Kohli- ‘আপনি কি জানেন আপনি G.O.A.T.’ ব্রডকাস্টারদের তরফ থেকে যখন বিরাট কোহলিকে এমন প্রশ্ন করা হয়েছিল তখন অবাক করা উত্তর দিয়েছিলেন ভারতের তারকা ব্য়াটার। তারকার প্রতিক্রিয়া শুনে সকলেই অবাক হয়েছিলেন। বিরাট কোহলির সেই উত্তর বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে। রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে নামার আগেই রোহিত ও বাভুমার দল সেমির টিকিট পেয়ে গিয়েছিল। তবু দুটি কারণের জন্য এই ম্যাচটি নিয়ে বিশেষ। ছিল। প্রথমত সকলেই বিরাট কোহলিকে তাঁর ৩৫ বছর বয়সে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন এবং তাঁকে তাঁর জন্মদিনের দিন খেলতে দেখতে চেয়েছিলেন, দ্বিতীয়টি হল ওডিআই ক্রিকেটে কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের ৪৯তম সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার আশায় ছিলেন সকলে।
ভক্তরা এদিন হতাশ হননি এবং দুটো বিষয়কেই দারুণ ভাবে উপভোগ করেছিলেন। এ দিন ৪৯তম শতরানটি পূর্ণ করে সচিনের রেকর্ডটি ছুঁয়ে ফেলেছিলেন বিরাট কোহলি। সেই সময়ে স্টার স্পোর্টসের তরফ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করে হয়েছিল, যেখানে বিরাট কোহলিকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি জানেন সকলে তাঁকে G.O.A.T. বলেন। প্রথমটায় এই কথা শুনে কিছুটা অবাক হয়ে যান বিরাট কোহলি। তিনি এরপরে বলেন না তিনি কোনও G.O.A.T. নন। বিরাট কোহলির এই উত্তর বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এখানে G.O.A.T. এর অর্থ হল, গ্রেটেস্ট অফ অল টাইম। এই তালিকায় সকলেই থাকতে চান।
কী হয়েছিল সেই কথোপকথোন?
স্টার স্পোর্টসের সেই সাক্ষাতকারের সময় হোস্ট বিরাট কোহলিকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি জানেন আপনি একজন G.O.A.T?’
প্রাক্তন ভারত অধিনায়ক এর উত্তরে বলেন, ‘না বন্ধু, আমি সেই G.O.A.T নই। আমি এখনও সর্বশ্রেষ্ঠ হয়নি।’
এই উত্তর শুনে অবাক হয়ে যান চ্যানেলের হোস্ট। এদিনের ম্যাচে দক্ষিণআফ্রিকার বিরুদ্ধে কোহলি অপরাজিত ১০১ রান করেছিলেন। এই কারণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত স্কোর বোর্ডে ৩২৬/৫ রান তুলেছিল। ভারতের ইনিংসের ৪৯তম ওভারে কাগিসো রাবাদার ডেলিভারিতে সিঙ্গেল নেন কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক, তার ৩৫ তম জন্মদিনে, ১১৯ বলে ১০টি চার সচিন তেন্ডুলকরের ল্যান্ডমার্ক স্পর্শ করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে, বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচ চলাকালীন কোহলি তাঁর ৪৯তম ওডিআই সেঞ্চুরিটি অল্পের জন্য মিস করেছিলেন। সেই ম্যাচটি মাস্টার ব্লাস্টারের সামনে খেলেছিলেন কোহলি। সেই ম্যাচে বিরাট ৮৮ রান করে আউট হয়ে যান। এর আগে তিনি হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের চার উইকেটের জয় সিল করতে ১০৪ বলে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। কোহলি নিজের ৪৯তম ওডিআই সেঞ্চুরিটি করতে ২৭৭টি ইনিংস খেলেছিলেন। তেন্ডুলকর এই রেকর্ড গড়তে ৪৫২টি ইনিংস খেলেছিলেন।