শুভব্রত মুখার্জি- চলতি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালের পর থেকে ক্রিকেটারদের পারফরম্যান্সকে ছাপিয়ে উঠে আসছে পিচ বিতর্ক। ফাইনালের আগেও বদলাল না ছবিটা। প্রথম সেমিফাইনালের মতন শেষ মুহূর্তে বদলানো হবে কি না পিচ! নয়া পিচ নাকি ব্যবহার করা পিচেই খেলা হবে ফাইনাল এই সব নানা প্রশ্ন ভেসে এসেছে সামনে। নতুন হোক বা পুরনো পিচ, সেটা যে ব্যাটারদের সহায়ক হবে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। আর এমন আবহেই আমদাবাদ পৌঁছে ভারত অধিনায়ক রোহিত শর্মা সময় নষ্ট করলেন না একটুকুও। মোতেরাতে দলের ঐচ্ছিক অনুশীলনের সময়েই একেবারে সরেজমিনে পিচ পরীক্ষা করলেন রোহিত। আর সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ সামলে শিরোপার যুদ্ধ লড়তে গতকালই আমদাবাদে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। এদিন অনুশীলনে কেএল রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা এবং প্রসিধ কৃষ্ণ। এদিন রোহিত খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন ফাইনালের উইকেট। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইশ গজেই নির্ধারিতভাবে ফাইনাল-যুদ্ধ এবং দলগুলোর ভাগ্য। পিচের চরিত্রের উপরে প্রায় সম্পূর্ণভাবে নির্ভর করে রয়েছে অনেক কিছুই।
এদিন রোহিত শর্মা এসেই মনোযোগ দিয়ে ভালো করে পিচ পরীক্ষা করেছেন। ২২ গজ খতিয়ে দেখে পিচের চরিত্র, কঠিন পরিস্থিতিতে কেমন আচরণ করতে পারে পিচ দেখে তা বোঝার চেষ্টা করেন রোহিত শর্মা। দীর্ঘক্ষণ পিচ নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনা করত দেখা গিয়েছে রোহিতকে।
প্রসঙ্গত ডেইলি মেলের তরফে দাবি করা হয়েছিল আইসিসি-র অনুমতি না নিয়েই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের তরফে ম্যাচের উইকেট পরিবর্তন করা হয়েছিল। ফলে ৭ নম্বর পিচের বদলে ৬ নম্বর পিচ ব্যবহার করা হয়েছিল। ফাইনালের আগে একই কাজ করতে পারে ভারত! এমন আশঙ্কা রয়েছে। তবে রোহিতরা এ সবকে আমল দিতে রাজি নন। ইতিমধ্যেই চলতি ওডিআই বিশ্বকাপে ১০'এ দশ করেছে ভারত। দুর্দান্ত ফর্মে রয়েছে গোটা দল। তাই এই সব বিতর্ক নিয়ে ভাবতে নারাজ রোহিত। তিনি তাই হাটু মুড়ে বসে মোতেরার ২২ গজকে বুঝে নিতেই করলেন পরীক্ষা। বুঝিয়ে দিলেন ২২ গজে নেমে পারফরম্যান্স করে দল বিশ্বকাপের শিরোপা জিততে কতটা মরিয়া হয়ে রয়েছে।