
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়া দলের। প্রথম দু'টি ম্যাচেই বাজে ভাবে হারতে হয়েছিল তাদের। কিন্তু এর পরেই দুরন্ত কামব্যাক করে অস্ট্রেলিয়া দল। পরপর তিনটি ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া দল। পাঁচ বারের চ্যাম্পিয়ন দল তাদের বিশ্বকাপ ইতিহাসে সব থেকে বড় ব্যবধানে জয় পাওয়ায় পয়েন্টের পাশাপাশি রানরেটও যথেষ্ট বাড়িয়ে ফেলেছে তারা। প্রথম বার তারা ৩০০ রানের ও বেশি রানে জয় পেয়েছে। তাদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। বিশ্বকাপ ইতিহাসে অনন্য নজির গড়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন, মিচেল জনসন, মিচেল স্টার্ক, গ্যারি গিলমোরদের ।
অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই বিশ্বকাপে সব থেকে বেশি বার পরপর ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন জাম্পা। যে নজির নেই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নেরও। গ্যারি গিলমোর, মিচেল জনসন, মিচেল স্টার্ক এবং শেন ওয়ার্নের মতন তারকাদেরও পিছনে ফেলেছেন তিনি। প্রত্যেকেই পরপর দু'টি ম্যাচে চার বা তার বেশি উইকেট নিয়েছিলেন। আর এদিন নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে চার উইকেট নিয়ে সবাইকে পিছনে ফেললেন তিনি। পরপর তিন ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন জাম্পা।
এদিন ম্যাচে মাত্র তিন ওভার বল করেছেন অ্যাডাম জাম্পা। আর তাতেই বাজিমাত করেছেন অজি স্পিনার। তিনি দেন মাত্র আট রান। আর তুলে নেন চারটি উইকেট। লোগান ভ্যান বিক, রলেফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত এবং পল ভ্যান মিকেরেনকে আউট করে দেন তিনি। অ্যাডাম জাম্পার দুরন্ত স্পেলে ৬ উইকেটে ৮৬ থেকে ৯০ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস দল।ফলে ৩০৯ রানের বিরাট ব্যবধানে হারের সম্মুখীন হতে হয় ডাচদের। এদিন প্রথমে ব্যাট করে অজিরা ৩৯৯ রান করতে সমর্থ হয়। অজিদের হয়ে শতরান করেন ডেভিড ওয়ার্নার এবং গ্লেন ম্যাক্সওয়েল। ডেভিড ওয়ার্নার ১০৪ রান করেন। ৪০ বলে সেঞ্চুরি হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল। যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরান। ১০৬ রান করে আউট হন তিনি।
৳7,777 IPL 2025 Sports Bonus