বিশ্বকাপ নিয়ে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার বিতর্কিত পোস্ট। আর তা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় নানা কথা উঠতে শুরু করেছে। আরপিজি গ্রুপের চেয়ারপার্সন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, আমার একজন ব্যবসায়ী বন্ধুকেও বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য পয়সা দিয়ে টিকিট কাটতে হয়নি। তারা সকলেই পাস ম্য়ানেজ করে ফেলেছেন। এখানেই আসল কথাটা লুকিয়ে রয়েছে,ধনীদের পয়সা খরচ করতে চান না।
এদিকে এনিয়ে হর্ষ গোয়েঙ্কাকে পালটা প্রশ্ন করেছেন এক নেটিজেন। আপনি কি পেলেন স্যার? টিকিট নাকি পাস?
হর্ষ গোয়েঙ্কা তার উত্তর দিয়েছেন। আমি কোনওটাই পাইনি।
এদিকে এবার ফাইনাল ম্য়াচের টিকিটের দাম একেবারে আকাশছোঁয়া। এমনকী সূত্রের খবর, এবার ফাইনাল ম্যাচের টিকিটের দাম ১.৮৭ লাখ টাকা পর্যন্ত হয়েছিল। তার থেকে একটু কমের টিকিটের দাম ১ লাখ ৫৭ হাজার, ৪২১ টাকা। আর সবথেকে কম দামের টিকিটের দাম ৩২,০০০ টাকা। সেটাও নেহাত কম কিছু নয়।
আর সেই টিকিট নিয়েই সরস পোস্ট করেছেন শিল্পোদ্যোগী হর্ষ গোয়েঙ্কা। তবে এবারই প্রথম নয়, এর আগেও সোশ্য়াল এই ধরনের নানা পোস্ট করে তিনি বিতর্ককে উসকে দিয়েছেন। এবারও তিনি কার্যত বুঝিয়ে দিলেন সুবিধাভোগী শ্রেণিরা কীভাবে বিনাপয়সায় বিশ্বকাপের টিকিট পায়।
এদিকে রবিবার একেবারে ভিড়ে ঠাসা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেখানেই বিশ্বকাপের মহারণ। হর্ষ গোয়েঙ্কার পোস্টের উত্তরে একজন লিখেছেন, আপনি যদি টিকিটের জন্য় পয়সা দেন তবে আপনি হয় দর্শক অথবা ফ্যান। আর আপনি যদি একটি পাস ম্য়ানেজ করতে পারেন তবে আপনি তো ভিআইপি। তারানা হুসেন নামে এক নেটিজেন জানিয়েছেন, স্যার আপনি তো ক্রিকেটে মস্ত বড় ফ্যান। আপনি কোথায় খেলা দেখবেন? এই আপডেটটা একটু দেবেন। হর্ষ লিখেছেন, আমি বাড়িতেই খেলা দেখব। অপর একজন লিখেছেন, পাস হল স্ট্যাটাস সিম্বল। টিকিট হল প্রবেশের পারমিট। সেকারণেই হয়তো পাসের এত চাহিদা।