ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যকার আইপিএল ২০২৫-র প্লে-অফ নির্ধারণকারী গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই অবাক করা এক মুহূর্ত দেখা গেল। আসলে এই ম্যাচের টসের সময়ে এক অদ্ভুত ও বিব্রতকর মুহূর্ত দেখা গেল। ধারাভাষ্য দিতে এসে রবি শাস্ত্রী ভুলবশত দিল্লির অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই করতে ভুলে যান। টস জিতে যখন ফ্যাফ সাক্ষাৎকার দিতে আসেন তখন ফ্যাফকে ব্যাটিং করবেন নাকি বোলিং, সেই প্রশ্ন করতেই ভুলে যান রবি শাস্ত্রী।
দিল্লি ক্যাপিটালস দলের নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল জ্বরে আক্রান্ত হয়ে ম্যাচের বাইরে থাকায়, দিল্লির হয়ে অধিনায়কের দায়িত্ব নেন ডু প্লেসি। তবে এই আকস্মিক পরিবর্তনই যেন রবি শাস্ত্রীকে একটু ছন্দপতনে ফেলেছিল। অক্ষরের অনুপস্থিতি নিশ্চিত করতে গিয়ে তিনি প্রথাগত নিয়ম ভেঙে সরাসরি পরবর্তী প্রশ্ন করে বসেন।
আরও পড়ুন … বুড়ো আঙুলে চোট, ENG vs WI ODI সিরিজে নেই জোফ্রা আর্চার! ভারতের বিরুদ্ধে নামার আগেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা
তবে বিষয়টি টের পাওয়ার পর দ্রুত নিজেকে শুধরে নিয়ে তিনি ডু প্লেসির দিকে ফিরে গিয়ে জানতে চান দিল্লির সিদ্ধান্ত কী? ডু প্লেসি জানান, দিল্লি প্রথমে বোলিং করবে। পুরো ঘটনাটি কিছুটা বিভ্রান্তি তৈরি করে, কিন্তু সামাজিক মাধ্যমে অনেকেই এই মুহূর্তটি নিয়ে মজার মন্তব্য করেন।
ভিডিয়ো দেখুন:
আরও পড়ুন … কোন পথে ধোনির ভবিষ্যত? IPL 2025 শেষে কঠিন চ্যালেঞ্জের মুখে চেন্নাই সুপার কিংস
এই নাটকীয় টস মুহূর্ত ম্যাচ ঘিরে থাকা উত্তেজনায় আরও মাত্রা যোগ করে। সানরাইজার্স হায়দরাবাদের জয়ে লখনউ সুপার জায়ান্টস প্লে-অফ দৌড় থেকে ছিটকে যাওয়ায়, মুম্বই ইন্ডিয়ান্স বা দিল্লি ক্যাপিটালসের সামনে খুলে যায় শেষ প্লে-অফ স্থানের দরজা। হার্দিক পান্ডিয়ার মুম্বই ১৪ পয়েন্টে রয়েছে এবং মাত্র একটি জয়ের প্রয়োজন, অন্যদিকে দিল্লি ১৩ পয়েন্টে রয়েছে, তাদের প্লে-অফ নিশ্চিত করতে বাকি দুটি ম্যাচ জিততেই হবে। এই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে এবং পরের ম্যাচে শীর্ষে থাকা পঞ্জাব কিংসের বিরুদ্ধে।
অক্ষর প্যাটেলের অনুপস্থিতি দিল্লির জন্য বড় ধাক্কা। একজন নেতার পাশাপাশি একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে তাঁর ভূমিকা অপূরণীয়। তার উপর মিচেল স্টার্ক ইতিমধ্যেই স্কোয়াডে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা দলের বোলিং ইউনিটে বড় ফাঁক তৈরি করেছে।
আরও পড়ুন … গ্লোবাল ভিউয়ারশিপে রেকর্ড গড়ল ICC Champions Trophy 2025! ভারতের এই ম্যাচ দেখেছে সবচেয়ে বেশি দর্শক
যদিও মুস্তাফিজুর রহমান বেশ ভালো পারফর্ম করছেন, দিল্লির হয়ে এখন ভরসা রাখতে হবে কুলদীপ যাদব এবং খলিল আহমেদের ওপর, যারা চেষ্টা করবেন মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপ সুর্যকুমার যাদব ও রোহিত শর্মার মতো ব্যাটারদের আটকাতে।
এর আগে দিল্লি ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে ১০ উইকেটে হারে, যেখানে ২০ ওভারে ১৯৯/৩ রান তুলেও দিল্লির বোলাররা শুভমন গিল ও সাই সুদর্শনের উদ্বোধনী জুটিকে থামাতে পারেনি। গুজরাট এক ওভার বাকি রেখেই ম্যাচ জিতে নেয়।