২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জিতেই ২০ ওভারের ক্রিকেটে জাতীয় দলের জার্সি চিরতরে তুলে রাখার কথা জানিয়ে দেন রোহিত শর্মা। আশঙ্কা করা হচ্ছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের শেষেই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন হিটম্যান। তবে প্রাথমিকভাবে সেই সম্ভাবনা উড়িয়ে দেন তিনি। রোহিত ফাইনালের শেষে সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানান যে এখনই ওয়ান ডে ফর্ম্যাট থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি।
তার পরেই অবশ্য নতুন জল্পনা শুরু হয়ে যায়। রোহিত শর্মা ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপেও মাঠে নামবেন, এমন চর্চা শুরু হয়ে যায় ভারতীয় ক্রিকেটমহলে। শেষমেশ এই বিষয়েও ছবিটা স্পষ্ট করে দেন রোহিত। ট্রফি নিয়ে ফটো সেশনের পরে ব্রডকাস্টারদের সাক্ষাৎকারে রোহিত খোলামেলাভাবে জানান নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। কবে অবসর নেবেন, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলবেন কিনা, সেই সব প্রশ্নের স্পষ্ট ভাষায় উত্তর দেন ভারত অধিনায়ক।
উল্লেখযোগ্য বিষয় হল, রোহিতের সিদ্ধান্ত সামনে আসার পরেই একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে পারে। রোহিত কি নতুনদের জায়গা আটকে পড়ে থাকতে চাইছেন? এমনটা নয় যে, রোহিত শর্মা বাতিলের খাতায় পড়ে গিয়েছেন। বরং এখনও বিস্তর ক্রিকেট বাকি রয়েছে তাঁর মধ্যে। ভালো খেলছেন সন্দেহ নেই। তবে রোহিতের জন্যই ভারতের ওয়ান ডে দলে জায়গা হচ্ছে না যশস্বী জসওয়ালের। অথচ পরের বিশ্বকাপের জন্য যশস্বীকে প্রস্তুত করতে হলে তাঁকে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। তাছাড়া পরের বিশ্বকাপের জন্য নেতা হিসেবে শুভমন গিলকে তৈরি করতে হলে, তাঁকেও সময় দিতে হবে।
‘বিবেচ্য বিষয় হল, কতটা ভালো খেলতে পারছি’
নিজের ওয়ান ডে কেরিয়ারের ভবিষ্যই নিয়ে রোহিত শর্মা বলেন, ‘(২০২৭ বিশ্বকাপ নিয়ে) এত আগে থেকে ভাবা ঠিক হবে না। এই মুহূর্তে বিবেচ্য বিষয় হল, আমি কতটা ভালো খেলতে পারছি। আমার মাইন্ডসেট কেমন রয়েছে। তবে সব সম্ভাবনা খোলা রয়েছে। এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে, হ্যাঁ আমি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলব বা ২০২৭ বিশ্বকাপ খেলতে চাই না। এখন এই সব কথা বলে কোনও লাভ নেই। বাস্তবসম্মতভাবে যদি আমি বলি, আমি বরাবর নিজের কেরিয়ারের অদূর ভবিষ্যৎ নিয়ে ভাবি। এর ঠিক পরেই কী হবে, সেটাই প্রাধান্য পায় আমার কাছে। এত দূরের কথা ভাবা কখনই সম্ভব নয় এবং অনেক দূরের বিষয় নিয়ে কখনও ভাবিওনি।’
'কতদিন দল চাইবে আমি খেলি, সেটাই হলো আসল কথা'
রোহিত পরক্ষণেই বলেন, 'এই মুহূর্তে যেভাবে খেলছি, নিজের খেলায় আমি খুশি। আমি দলের সঙ্গ উপভোগ করছি। আশা করি সতীর্থরাও আমার সান্নিধ্য উপভোগ করে। সব যখন ঠিকঠাক রয়েছে, তাহলে কেন খেলা চালিয়ে যাব না! কতদিন আমি খেলা উপভোগ করব এবং কতদিন দল চাইবে আমি খেলি, সেটাই হলো আসল কথা।'
উল্লেখ্য, রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মা ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৪১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৮৩ বলে ৭৬ রানের লড়াকু ইনিংস খেলে মাঠ ছাড়েন হিটম্যান। এমন অনবদ্য ইনিংসে রোহিত মোট ৭টি চার ও ৩টি ছক্কা মারেন।