শুভব্রত মুখার্জি:- ২৯ জুন শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপের আসর। ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়ে ট্রফি জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। তবে এই বিশ্বকাপের সবথেকে বড় চমকটা দিয়েছে টুর্নামেন্টে যৌথ আয়োজক আমেরিকা যুক্তরাষ্ট্র।
আইসিসির অ্যাসোসিয়েট এই দেশ যা করে দেখিয়েছে তা যে বাস্তবে হতে পারে, তা হয়ত আশা করেননি তাদের অতি বড় ভক্তও। গ্রুপ পর্বে তারা গতবারের রানার্স আপ তথা ২০০৯ সালের চ্যাম্পিয়ন দল পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। পাশাপাশি নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার তারা জায়গা করে নেয় সুপার এইট পর্বে।
সুপার এইটে কোনও ম্যাচ না জিতলেও বেশ লড়াই করেছে আমেরিকা দল। এই বিশ্বকাপ শুরুর আগে আমেরিকার জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেছিলেন একটা সময়ে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ। তিনি ভারতীয় দলে সুযোগ না পেয়ে ভারত থেকে পাততাড়ি গুটিয়ে সোজা চলে যান আমেরিকাতে। তবে তাঁর স্বপ্ন সফল হয়নি। তিনি আমেরিকা দলের হয়েও বিশ্বকাপে খেলার সুযোগ পাননি। আর বিষয়টি নিয়ে এতদিন বাদে মুখ খুলেছেন তিনি।
জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে উন্মুক্ত চাঁদ জানিয়েছেন, 'ওইভাবে ওই পরিস্থিতির মধ্যে পড়ে যাব আমি ভাবিনি। একেবারেই আদর্শ পরিস্থিতি ছিল না আমার জন্য। কারণ গত তিন বছর ধরে আমি স্বপ্ন দেখেছি আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলার। আমার কাছে এটা খুব বড় আঘাত ছিল। আমার বেশ সময় লেগেছে এই জিনিসটার সঙ্গে মানিয়ে নিতে। কারণ ভারতে আমি অনেক কিছু ছেড়ে তবেই এখানে এসেছি। এখানে আসার কারণ একটাই তা হল আমেরিকার হয়ে বিশ্বকাপে খেলা। সেটা না হওয়াতে মেনে নেওয়াটা খুব কঠিন ছিল। আমার একটাই লক্ষ্য ছিল। যা আমাকে শেষ তিন বছর ধরে চালনা করেছে। আর যখন দেখলাম সেটা হল না সেটা মেনে নেওয়াটা কঠিন ছিল। আমি দীর্ঘদিন যেন এরপর নিজের মধ্যে ছিলাম না।'
তিনি আরও যোগ করেন, 'আমি এরপর অনেকদিন নিজের সঙ্গে নিজে লড়াই করেছি। এটা (আমেরিকার বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া) যেন আমার থেকে অনেক কিছু শুষে নিয়েছিল। ভিতর থেকে যেন আমি শূন্য হয়ে পড়েছিলাম। দিনের পর দিন সেই অনুভূতিটা ফিরে আসত। আবার চলে যেত। আবার ফিরে আসত। এইভাবেই ওই সময়টা কেটেছে আমার। বিভিন্ন পর্যায়ে যেন বাস্তবতা আমাকে আঘাত করেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে কেউ গেলে স্বাভাবিকভাবেই তাঁর উন্নতি ঘটে। আমারও তাই হয়েছে। এরপর একটা সময় আসে তখন মনে হয় যেন এটা ঘটেইনি। এখন আর আমি এই জিনিসটা নিয়ে একেবারেই ভাবি না।'
উল্লেখ্য এই মুহূর্তে উন্মুক্ত চাঁদ আমেরিকার মেজর লিগ ক্রিকেটে খেলছেন। ৩১ বছর বয়সী ব্যাটার ইতিমধ্যেই একটি দুরন্ত অর্ধশতরানও করে ফেলেছেন দ্বিতীয় মরশুমে। এই মুহূর্তে তিনি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলছেন।