India vs Afghanistan 3rd T20I Virat Kohli Viral Video: বিশ্ব ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি, তিনি মাঠে থাকলে সব সময় তার দিকেই ক্যামেরা তাক করে থাকে। এর কারণটাও পরিষ্কার, ম্যাচে তিনি কখন কী করেন তা কেউ জানেন না। তবে তিনি যাই করুক না কেন সেটা সব সময় হিট হয়ে যায়। মাটিতে বোলারদের পরাজিত করার পাশাপাশি কোহলি মাঠের মধ্যে এমন কিছু করেন যার মাধ্যমে তিনি সকলের মন জেতেন। কখনও তিনি নাচেন তো কখনও রেগে যান। সবকিছুতেই শিরনামে থাকেন তিনি। আফগানিস্তান বনাম ভারতের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় T20I ম্যাচেও তেমন কিছু দেখা গিয়েছে। ম্যাচে কোহলি এমন কিছু করলেন যার ভিডিয়ো বর্তমানে ভাইরাল হচ্ছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতীয় দল যখন বিজয়ী ট্রফি নিয়ে ফটোশুট করছিল, তখন সেখানে উপস্থিত ছিলেন সমস্ত খেলোয়াড়। সেখানে শুধু বিরাট কোহলিই উপস্থিত ছিলেন না। ভিডিয়োতে দেখা যাচ্ছিল সব খেলোয়াড়ই কিং কোহলির জন্য অপেক্ষা করছিলেন। এরপর হঠাৎ কোহলি সেখানে এন্ট্রি নেন। তবে তাঁর এন্ট্রির কৌশল সকলকে বেশ মজা দিয়েছে। আসলে, বিরাট কোহলি অনেক দূর থেকে স্লাইড করে সতীর্থদের কাছে পৌঁছেছিলেন। এসময় তাকে চপ্পল পরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তাঁর এই ভিডিয়ো। যা নিয়ে এক্স-এর ভক্তরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন।
এই ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে ‘মোয়ে মোয়ে’ গানে নাচতে দেখা গিয়েছে। আমরা আপনাকে বলি, দুই দলের মধ্যে যখন সুপার ওভার শুরু হচ্ছিল, তখন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ডিজে ভাইরাল হওয়া ‘মোয়ে মোয়ে’ গানটি বাজিয়েছিলেন। সেই সময়ে আফগানিস্তানের ব্যাটসম্যানরা ক্রিজে আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন এবং ভারতীয় দলের খেলোয়াড়েরা মাঠের ভিতরে পৌঁছে গিয়েছিলেন। ডিজে এই গানটি বাজানোর সঙ্গে সঙ্গে নিজের মতো করে নাচতে থাকেন বিরাট কোহলি। তাঁর সতীর্থরা যা দেখে বেশ উপভোগ করতে থাকেন।
তবে এই ম্যাচে বিরাট কোহলির ফিল্ডিংয়ের ভিডিয়ো সব থেকে বেশি ভাইরাল হয়। ৩৫ বছরের বিরাট কোহলি যেভাবে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে নিশ্চিত ছক্কা বাঁচিয়ে দেন তা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন। বিরাটের এই ভিডিয়ো বিশ্ব ক্রিকেটকে অবাক করেছিল।
যদিও এদিনের ম্যাচে প্রথমবারের গোল্ডেন ডাক হয়েছিলেন এবং ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন, তবু এই ম্যাচে নিজের স্টাইলে সকলের মন জেতেন কিং কোহলি। কখনও ফিল্ডিং তো কখনও নেচে বা কখনও স্লিপ খেয়ে সকলের মনে জায়গা করে নেন বিরাট কোহলি।