
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জসপ্রীত বুমরাহ চলতি বর্ডার গাভাসকর সিরিজে ভারতের হয়ে একটি মেশিনের মতো পারফর্ম করছেন। দলের উইকেটের প্রয়োজন হলেই রোহিত শর্মা তাঁকে ডেকে পাঠাচ্ছিলেন। তিনি এমন একজন বোলার হয়েছেন যার উপর গোটা টিম ইন্ডিয়া তাকিয়ে থাকে। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলতি বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে শেষ পর্যন্ত ভেঙে পড়েন বুমরাহ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে জসপ্রীত বুমরাহকে টানা আট ওভার বোলিং করানোর পরে আরও এক ওভার করতে বলছিলেন রোহিত শর্মা। তবে শেষ পর্যন্ত নিজের হাল ছেড়ে দেন জসপ্রীত বুমরাহ। তিনি আরও এক ওভার বোলিং করতে অস্বীকার করেন। এই পুরো ঘটনাটির ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে।
আরও পড়ুন… ভিডিয়ো: পুরো পরিবার তখন … ভাই ও বাবার লড়াইয়ের অজানা কাহিনি শোনালেন নীতীশ রেড্ডির বোন
ভিডিয়োতে দেখা যায় ভারতীয় দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহকে কিছু বলছেন রোহিত শর্মা। সেই সময়ে পন্তের কাছে দাঁড়িয়েছিলেন বুমরাহ। সেই কারণেই পুরো ঘটনাটি স্টাম্প মাইকে ধরা পড়ে যায়। শোনা যায় বুমরাহকে রোহিত বলছেন, ‘আর একটা ওভার করে নে বুমরাহ, শেষ উইকেটটা তুলে নে।’ সেই কথা শুনে বুমরাহ রোহিতকে উদ্দেশ্য করে বলেন, ‘আর পারব না, আর জোর দিতে পারছি না।’ এই সময়ে বুমরাহ নিজের হাঁটু চেপে ধরে দাঁড়িয়েছিলন। বোঝাই যাচ্ছিল যে হুমরাহ বেশ ক্লান্ত। এই মুহূর্তটি স্পষ্টভাবে দেখিয়েছে যে, ভারতীয় দল কীভাবে পুরো সিরিজ জুড়ে বুমরাহর উপর নির্ভর করছে। এর কারণ সে এখন পর্যন্ত খেলা চারটি ম্যাচে নিজের সেরাটা দিয়েছিলেন।
আরও পড়ুন… ZIM vs AFG: ২৩৪ রানে শেষ রহমতের ইনিংস, আফগানিস্তানের স্কোর ৫১৫/৩, চতুর্থ দিনে জিতল বৃষ্টি
জসপ্রীত বুমরাহ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলতি টেস্টে প্রায় ৫০ ওভারের কাছাকাছি বল করেছেন। প্রথম ইনিংসে, ভারত জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক ২৮.৪ ওভার বোলিং করেছেন, দ্বিতীয় ইনিংসে তিনি এখনও ২৪ ওভার বোলিং করেছেন। এই সময়ে তিনি নিয়েছেন ৪ উইকেট।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) চতুর্থ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ভারতকে চাপে ফেলে দিয়েছে। এখন ৩৩৩ রানের লিড নিয়েছে দল। জসপ্রীত বুমরাহের জাদু অস্ট্রেলিয়ার টপ অর্ডার ও মিডল অর্ডারকে ছিন্নভিন্ন করেছিল। কিন্তু স্বাগতিকরা মার্নাস ল্যাবুশান (৭০) এবং প্যাট কামিন্স (৪১) ৫৭ রানের জুটিতে প্রতিরোধ খুঁজে পেয়েছিল। পরে, অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড এবং নাথান লিয়নের চূড়ান্ত জুটি তাদের দলকে এগিয়ে দেওয়ার জন্য ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
আরও পড়ুন… ভিডিয়ো: এটা কি প্যাট কামিন্সের ভুল? নিজের রান আউট নিয়ে মুখ খুললেন মিচেল স্টার্ক
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার মিডল-অর্ডারকে ভেঙে দেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। টিম ইন্ডিয়ার দিকে ম্যাচের রাশ টেনে এনে দেন। অস্ট্রেলিয়া ৮০/৩ থেকে ৯১/৬-এ পিছিয়ে যাওয়ার পরে মার্নাস ল্যাবুশান এবং প্যাট কামিন্স কিছুটা চাপ মুক্ত করে। ভারত কি প্রথম সেশনে চূড়ান্ত উইকেট নিতে পারবে এবং নাকি অস্ট্রেলিয়া তাদের লিড আরও বাড়িয়ে দেবে। কোন দিকে যাবে বক্সিং ডে টেস্ট? সকলেই এর অপেক্ষায় রয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports