Rajat Patidar Debut Test Cap: ভারতের প্রাক্তন খেলোয়াড় । এই সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজত। আবেগ ধরে রাখতে পারেননি তিনি। এই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
জাহির খানের হাত থেকে রজত পতিদার টেস্ট অভিষেকের টুপি পান (ছবি:এক্স)
Rajat Patidar Debut Test Cap: বিশাখাপত্তনমে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাঁর অধিনায়কত্বে, এদিন ভাইজ্যাগ টেস্টে অভিষেক করেছিলেন রজত পতিদার। সরফরাজ খানকে টপকে টেস্টে অভিষেক করার সুযোগ পেয়েছিলেন রজত। ভারতের প্রাক্তন খেলোয়াড় জাহির খানের হাত থেকে রজত পতিদার টেস্ট অভিষেকের টুপি পান। এই সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রজত। আবেগ ধরে রাখতে পারেননি তিনি। এই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
কেএল রাহুলের জায়গায় রজত পতিদার যখন ভারতীয় দলের হয়ে নামছেন তখন তিনি নিজের আনন্দ প্রকাশ করেন এবং সেই সময়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এই সময়ে জাহির খান ও দলের কোচ রাহুল দ্রাবিড় নবাগতের পিঠ চাপড়ান এবং তাকে উৎসাহিত করেন। সতীর্থরাও তাঁর অভিষেকের জন্য রজত পতিদারকে অভিনন্দন জানান।
যে কোনও ক্রীড়াবিদের কাছে তাঁর অভিষেক ম্যাচটি অন্যতম গর্বের মুহূর্ত হয়ে থাকে। রজত পতিদারও নিজের জীবনের এই মুহূর্তটা চিরকাল স্মরণীয় করে রাখবেন। রজত পতিদার ২ ফেব্রুয়ারির দিনটি কখনও ভুলতে পারবেন না। সেদিনই ভারতের হয়ে তাঁর টেস্ট অভিষেক হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সোশ্যাল মিডিয়ায় পতিদারের প্রস্তুতির ভিডিয়ো শেয়ার করেছে। সেই ভিডিয়োতে রজত পতিদারের অভিষেকের সেই মুহূর্তটিও তুলে ধরা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি ম্যাচের আগে কীভাবে প্রস্তুতির সময়ে কঠোর অনুশীলন করছিলেন। রজত পতিদারের ভক্তরা ভিডিয়োতে তাদের ভালোবাসা বর্ষণ করেছেন।