
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আইপিএল ২০২৪-এ চার-ছক্কা দেখা যাচ্ছে বিস্তর। তবে প্রথম একডজন ম্যাচে যেটা চোখে পড়েনি, সিএসকের বিরুদ্ধে তেমনই কৃতিত্ব দেখান খলিল আহমেদ। দিল্লি ক্যাপিটালসের বাঁ-হাতে পেসার আইপিএল ২০২৪-এর প্রথম মেডেন ওভার নেন রবিবার।
ভাইজ্যাগে চেন্নাই সুপার কিংসের তারকাখচিত ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন খলিল। তিনি ১টি মেডেন-সহ মাত্র ২১ রান খরচ করে তুলে নেন একজোড়া উইকেট। দিল্লির ভারতীয় পেসার পাওয়ার প্লে-তে সাজঘরে ফেরান চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও ধ্বংসাত্মক মেজাজের কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্রকে।
ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নাররা হাফ-সেঞ্চুরি করলেও, সঙ্গত কারণেই তাঁদের টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন খলিল। চেন্নাই শিবিরে শুরুতেই যে ধাক্কা দেন আহমেদ, শেষ পর্যন্ত তা সামলে ওঠা সম্ভব হয়নি ধোনিদের পক্ষে।
প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে খলিল কৃতিত্ব দিলেন ঘরোয়া রঞ্জি ট্রফিকে। তাঁর দাবি, লাল বলের ক্রিকেটই একজন বোলারকে যথার্থ উপলব্ধি করায়, তাঁর হাত থেকে কেমন বল বেরোচ্ছে। সেই সঙ্গে নিজের আসল লক্ষ্যের কথাও জানিয়ে দেন ২৬ বছর বয়সী বাঁ-হাতি পেসার।
DC vs CSK, IPL 2024: দু-তিনটি শট এদিক-ওদিক হলেই… দিল্লির কাছে হেরেও মাথা নোয়াতে নারাজ রুতুরাজ
খলিল বলেন, ‘ঘরোয়া মরশুমে কঠোর পরিশ্রম করেছি। গত ছয় মাসে প্রচুর ম্যাচ খেলছি। এটাই আমাকে নিজের খেলা বুঝতে সাহায্য করেছে। বল সুইং করলে দুর্দান্ত অনুভূতি হয়, ব্যাটসম্যানকে পরাস্ত করে দারুণ লাগে। কীভাবে নিজেকে ফিট রাখা যায়, সেটা উপলব্ধি করার চেষ্টা করেছি। আপনার হাত থেকে কেমন বল বেরোচ্ছে, লাল বলের ক্রিকেট সেই বিষয়ে আপনাকে অনেক কিছু শেখায়।’
এ তো গেল আইপিএলে চেন্নাই ম্যাচে বোলিংয়ের প্রসঙ্গ। খলিল এটা বুঝিয়ে দিতেও ভুল করেননি যে, আইপিএল তাঁর কাঁছে একটা সিঁড়ি মাত্র। তাঁর আসল লক্ষ্য হল ভারতীয় দলে কামব্যাক করা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই যে আসল উদ্দেশ্য, সেটা একবাক্যে স্পষ্ট করে দেন দিল্লি বনাম চেন্নাই ম্যাচের নায়ক।
উল্লেখ্য, খলিল আহমেদ ইতিমধ্যেই ভারতের হয়ে ১১টি ওয়ান ডে ও ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৩টি উইকেট নিয়েছেন। দুই ফর্ম্যাট মিলিয়ে ২৮টি আন্তর্জাতিক উইকেট নেওয়া সত্ত্বেও জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি খলিল। এবার টি-২০ বিশ্বকাপের ঠিক আগে আইপিএলের পারফর্ম্যান্স দিয়ে টিম ইন্ডিয়ায় কামব্যাক করাকেই পাখির চোখ করছেন ক্যাপিটালসের বাঁ-হাতি পেসার।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports