ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে যখন চোয়ালচাপা লড়াই চালাচ্ছেন শুভমন গিলরা, ঠিক সেই সময় ইংল্যান্ডের মাটিতেই ফের সেঞ্চুরি করলেন অন্য এক ভারতীয় তারকা। এবছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে আবির্ভাবেই চমক দিচ্ছেন তিলক বর্মা। তিনি হ্যাম্পশায়ারের হয়ে এই নিয়ে তিনটি কাউন্টি ম্যাচে মাঠে নেমে দ্বিতীয় শতরান পূর্ণ করেন। উল্লেখ্য, তিলক ইতিমধ্যেই একটি ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন। আরও একটি ইনিংসে ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে তাঁকে।
এসেক্সের বিরুদ্ধে নিজের অভিষেক কাউন্টি ম্যাচের একটি ইনিংসে ব্যাট করার সুযোগ হয় তিলক বর্মার। তিনি সেই ইনিংসে ১০০ রান করে সাজঘরে ফেরেন। পরে ওরস্টারশায়ারের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৫৬ রান করেন তিলক। তিনি দ্বিতীয় ইনিংসে আউট হন ব্যক্তিগত ৪৭ রানে।
এবার নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে প্রথম ইনিংসে ফের শতরানের গণ্ডি টপকে গেলেন তিলক। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে তিলক ১১২ রান করে আউট হন। ২৫৬ বলের দুর্দান্ত ইনিংসে তিনি ১৩টি চার ও ২টি ছক্কা মারেন। অর্থাৎ, এখনও পর্যন্ত কাউন্টির ৩টি ম্যাচের চারটি ইনিংসে ব্যাট করে তিলক সংগ্রহ করেছেন সাকুল্যে ৩১৫ রান। এমন পারফর্ম্যান্সের পরে দরকার পড়লে তিলককে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট ডেকে নিতেই পারে।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিলক বর্মার ব্যক্তিগত পারফর্ম্যান্স
১. হ্যাম্পশায়ার বনাম এসেক্স- ১০০ রান।
২. হ্যাম্পশায়ার বনাম ওরস্টারশায়ার- ৫৬ ও ৪৭ রান।
৩. হ্যাম্পশায়ার বনাম নটিংহ্যামশায়ার- ১১২ রান।
হ্যাম্পশায়ার বনাম নটিংহ্যামশায়ার ম্যাচের গতিপ্রকৃতি
সাউদাম্পটনে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নটিংহ্যামশায়ার। তারা ৮ উইকেটে ৫৭৮ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। ২০৩ রান করে অপরাজিত থাকেন লিনডন জেমস। ১০৩ রান করেন জ্যাক হেইনস। হ্যাম্পশায়ারের হয়ে প্রথম ইনিংসে ৩টি উইকেট নেন কাইল অ্যাবট।
পালটা ব্যাট করতে নেমে হ্যাম্পশায়ার শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৯ ওভার ব্যাট করে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৯৬ রান সংগ্রহ করেছে।