
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
হেডিংলি টেস্টে চার নম্বরে ব্যাট করবেন শুভমন গিল, পাঁচে ঋষভ পন্ত। এবার প্রশ্ন হল এমনটা হলে করুণ নায়ার কত নম্বরে খেলতে নামবেন? ভারতের নবনিযুক্ত টেস্ট অধিনায়ক শুভমন গিল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করবেন, এমনটাই নিশ্চিত করেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ফলে ভারতের ব্যাটিং লাইন-আপে দুটি বড় শূন্যস্থান তৈরি হয়েছে। সেই জায়গাগুলির একটি দখল নিতে চলেছেন গিল।
হেডিংলিতে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে, তবে তার আগে প্রেস কনফারেন্সে ঋষভ পন্ত বলেন, ‘আমার মনে হয় তিন নম্বর পজিশন নিয়ে এখনও আলোচনা চলছে। তবে চার ও পাঁচ ফিক্সড। শুভমন চার নম্বরে ব্যাট করবে, আর আমি পাঁচ নম্বরে থাকব, এই মুহূর্তে সেটাই পরিকল্পনা। বাকিটা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।’
শুভমন গিল, যিনি গত বছর জিম্বাবোয়ে সফরে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছিলেন, অনেকদিন ধরেই ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচিত। এবার তিনি সাদা পোশাকে পূর্ণাঙ্গ দায়িত্ব নিতে চলেছেন। চার নম্বরে তার পদোন্নতি প্রত্যাশিতই ছিল। এবং ভারতের এই ব্যাটিং রদবদলে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হতে পারে।
যে চার নম্বর পজিশন একসময় কোহলির অটুট অবস্থান ছিল, সেখানে এবার দেখা যাবে এক শান্ত, স্টাইলিশ ও মানিয়ে নিতে সক্ষম ব্যাটারকে। পন্ত, যিনি এখন সহ-অধিনায়কও, ২০২৪/২৫ টেস্ট মরশুম জুড়ে পাঁচ নম্বরে ব্যাট করছেন। অনেকেই ভেবেছিলেন করুণ নায়ার হবেন ভারতের নতুন পাঁচ নম্বর ব্যাটার, আর পন্ত নেমে যাবেন ছয়ে। তবে পন্ত স্পষ্ট জানিয়ে দিলেন, সে সম্ভাবনা এখন নেই।
এখনও যে প্রশ্নের উত্তর মেলেনি, তা হল তিন নম্বর ব্যাটিং পজিশনে কে খেলবেন? করুণ নায়ার, যিনি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে ফের জাতীয় দলের নজরে এসেছেন এবং ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন, তিন নম্বর স্থানের অন্যতম প্রধান দাবিদার।
তার এই প্রত্যাবর্তন সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে এবং তাকে উপরের দিকে ব্যাট করতেই দেখা যেতে পারে। তবে ভারতের দল নির্বাচন নির্ভর করতে পারে সদ্য ডাক পাওয়া বাঁহাতি ব্যাটার সাই সুদর্শনের ওপর, যিনি সব ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন।
যদি সাই সুদর্শন একাদশে সুযোগ পান, তাহলে ভারতকে হয়তো মিডল অর্ডারের কনফিগারেশন নতুন করে ভাবতে হবে। করুণ নায়ার যেহেতু সাধারণত টপ অর্ডার বা মিডল অর্ডার অ্যাঙ্কর হিসেবে পরিচিত, তাই তাকে ছয় নম্বরে নামানো যুক্তিযুক্ত হবে না। ফলে তিন নম্বর পজিশনটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হেডিংলির সুইং সহায়ক কন্ডিশনে ইংল্যান্ডের বোলাররা যে শুরুর দিকে ভয়ঙ্কর হতে পারে, তা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।
৳7,777 IPL 2025 Sports Bonus