দল হারলে চোখে-মুখে সাময়িক হতাশার ছাপ পড়ে বটে, তবে তাতেও শাহরুখ খানকে থামানো যায় না ম্যাচের শেষে মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে। জিতলে তো খোশমেজাজে সেই কাজ করেন কিং খান।
শুধু নিজের দলের ক্রিকেটারদের সঙ্গেই নয়, ইডেনে প্রতি আইপিএল ম্যাচের শেষে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদেরকেও শাহরুখের অভিনন্দন জানানোর ছবি দেখা যায় নিয়ম করে। শেষে মাঠ ঘুরে দর্শকদের কৃতজ্ঞতা জানানোর কাজও নিয়ম করে সম্পন্ন করেন এসআরকে। শেষ পাতে দই-মিষ্টির মতো বাংলার ক্রিকেটপ্রেমীদের কাছে বিষয়টা মধুরেণ সমাপয়েৎ-এর মতোই উপভোগ্য।
সোমবারও তার অন্যথা হয়নি। কেকেআর পিঠে-পিঠে হোম ম্যাচ খেলছে বলে শাহরুখকে গত কয়েকদিনে কলকাতাতেই দেখা যায়। দিল্লি ম্যাচের আগে দলের অনুশীলনেও মাঠে দেখা যায় কেকেআর মালিককে। সোমবার ইডেনে দিল্লির বিরুদ্ধে কেকেআর দাপুটে জয় তুলে নেওয়ার পরে শাহরুখ ছিলেন এক্কেবারে ফুরফুরে মেজাজে। ম্যাচের শেষে তাঁর কাজকর্মেই বোঝা যাচ্ছিল কতটা খুশি তিনি।
এরই মাঝে শাহরুখ এমন এক কাণ্ড ঘটান, যেটাকে চমকে দিয়ে চুমুর সঙ্গে তুলনা করা যায়। ম্যাচের শেষে কেকেআরের ভারতীয় অল-রাউন্ডার বেঙ্কটেশ আইয়ারের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছিলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। বেঙ্কটেশের আগ্রহ নিরসনেই তাঁর ক্রিকেটীয় স্কিল মজবুত করতে কিছু পরামর্শ দিচ্ছিলেন দাদা। এমন সময় পিছন থেকে দৌড়ে এসে সৌরভকে জড়িয়ে ধরেন শাহরুখ।
নিজের আইপিএল দলের প্রথম ক্যাপ্টেনের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় তাঁকে চুমু দিতেও দেখা যায় শাহরুখকে। পরে পুনরায় আলিঙ্গনে একে অপরের কুশল সংবাদ নিতে দেখা যায় ক্রিকেট ও সিনেমা জগতের দুই কিংবদন্তিকে। বেশ কিছুক্ষণ আলাপচারিতা সারেন তাঁরা।
ম্য়াচে দিল্লি ক্যাপিটালসকে ২১ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দিল্লি। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তোলে। বোলার কুলদীপ যাদব ব্যাট হাতে দলের হয়ে সব থেকে বেশি ৩৫ রান করেন। ঋষভ পন্ত করেন ২৭ রান। ৩টি উইকেট নেন কেকেআরের বরুণ চক্রবর্তী।
জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৬.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৮ রান করে আউট হন ফিল সল্ট। ২টি উইকেট নেন দিল্লির অক্ষর প্যাটেল। ম্যাচের সেরা হন বরুণ।