প্রথম দিনে চাপে থাকা সত্ত্বেও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তৃতীয় বেসরকারি টেস্টে দাপুটে জয় তুলে নিল ভারতীয়-এ দল। সেই সুবাদে তারা ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়। আমদাবাদে তৃতীয় ম্যাচের শেষ দিনে শামস মুলানির ঘূর্ণিতে ভেঙে পড়ে ব্রিটিশ ব্যাটারদের প্রতিরোধ। এক্ষেত্রে মুলানিকে যথাযথ সঙ্গত করেন সরাংশ জৈন। উইকেট তোলেন আকাশ দীপ, যশ দয়ালও।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয়-এ দল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯২ রানে। দেবদূত পাডিক্কাল ৬৫ ও সরাংশ জৈন ৬৪ রান করেন। তিলক বর্মা ২২ ও শামস মুলানি ১১ রানের যোগদান রাখেন। ম্যাথিউ পটস ৬টি ও ব্রাইডন কার্স ৪টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড লায়ন্স একসময় ১ উইকেটে ১১৩ রান তুলে ফেলে। তবে তা সত্ত্বেও তারা প্রথম ইনিংসে অল-আউট হয় ১৯৯ রানে। অ্যালেক্স লিস ৬৪ ও অলিভার প্রাইস ৩১ রান করেন। আকাশ দীপ ৪টি, যশ দয়াল ৩টি, শামস মুলানি ২টি ও আর্শদীপ সিং ১টি উইকেট নেন।
প্রথম ইনিংসের নিরিখে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয়-এ দল। তারা দ্বিতীয় ইনিংসে ৪০৯ রান তোলে। সাই সুদর্শন ১১৭ রান করেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেন সরাংশ জৈন। তিনি ৬৩ রান করে মাঠ ছাড়েন। এছাড়া তিলক বর্মা ৪৬, কুমার কুশাগ্র ৪০, রিঙ্কু সিং ৩৮, আকাশ দীপ ৩১, অভিমন্যু ঈশ্বরন ২২ ও দেবদূত পাডিক্কাল ২১ রান করেন। জেমস কোলস ও ড্যান মাউসলি ৩টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ের জন্য ইংল্যান্ড লায়ন্সের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০৩ রানের। ইংল্যান্ড শেষ ইনিংসে অল-আউট হয় ২৬৮ রানে। ১৩৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ভারতীয়-এ দল। অ্যালেক্স লিস ৫৫, ওলি রবিনসন ৮০ ও জেমস কোলস ৩১ রান করেন।
আরও পড়ুন:- SA20: ব্যর্থ হল পোলার্ডের ঝোড়ো ইনিংস, পরপর দু'বছর প্রোটিয়া লিগে 'লাস্টবয়' MI
শেষ ইনিংসে ভারতের শামস মুলানি ৬০ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করা সরাংশ ৩টি উইকেট দখল করেন শেষ ইনিংসে। ১টি করে উইকেট নেন আকাশ দীপ ও যশ দয়াল। ম্যাচের সেরা হন সুদর্শন।
উল্লেখ্য, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতীয়-এ দল সিরিজের প্রথম বেসরকারি টেস্ট ড্র করে। দ্বিতীয় বেসরকারি টেস্ট ১ ইনিংস ও ১৬ রানে জিতে নেয় ভারতীয়-এ দল। এবার তৃতীয় বেসরকারি টেস্টেও জয় তুলে নিলেন অভিমন্যু ঈশ্বরনরা।