দ্য ওভালে পঞ্চম টেস্টে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের ফলাফল যাই হোক না কেন, শুভমন গিল যে এই সিরিজের স্টার পারফরমার সেকথা অস্বীকার করার জায়গা নেই। দুই দলের সব ক্রিকেটারদের মধ্যে গিলই একমাত্র যিনি এই টেস্টে ব্যাট হাতে ধারাবাহিকভাবেই কঠিন সময়ে দাপিয়ে বেড়িয়েছেন, তাও দলের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশনে। ইতিমধ্যেই ৭০০র ওপর রান হয়ে গেছে ভারত অধিনায়কের, লর্ডস টেস্টটা ভালো গেলে এতদিনেই সুনীল গাভাসকরের রেকর্ড ভেঙে দিতেন তিনি।
ম্যাঞ্চেস্টারে লোকেশ রাহুলের সঙ্গে চতুর্থ দিনে গিলের দুর্দান্ত লড়াকু ইনিংসটাই এই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। শেষদিনে জাদেজা, ওয়াসিংটন সুন্দরও লড়াই দেন বটে। কিন্তু ০ রানে ২ রান পড়ে যাওয়ার পর চতুর্থ দিনের দুটি সেশন বিনা উইকেট হারিয়ে ভারতীয় দল খেলে দেওয়ায়, ম্যাচ তখনই ইংল্যান্ডের হাত থেকে বেরতে শুরু করে। ফলে অধিনায়ক হিসেবে গিলের পারফরমেন্স কিন্তু সত্যিই ফাইভ স্টার।
ভারত ইংল্যান্ড সিরিজে এক সিরিজে সর্বোচ্চ রান রয়েছে জো রুটের, তিনি ৭৩৭ রান করেছিলেন ২০২১ সালে। আপাতত গিল রয়েছেন ১৬ রান দূরে। সেখানে যদি ভারতীয় দলের কথা বলা হয়, তাহলে শেষ দুই সিরিজে রোহিতের ব্যাটিং গড় মাত্র ১০। আর বিরাটের তো শেষ পাঁচ বছরে টেস্টে গড় ৩০র নিচে। সেকথা মনে করিয়েই প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বলছেন, ‘রোহিত শর্মা শেষ দুটি টেস্ট সিরিজে মাত্র ১০ গড়ে খেলেছে। আর বিরাটের তো শেষ পাঁচ বছর ধকেই ব্যাটিং গড় ৩০ র কাছে। তাই সিনিয়র ক্রিকেটার হিসেবে তাঁদের অভাব দল টের পেলেও, ব্যাটার হিসেবে তাঁদের অভাব টের পায়নি দল, কারণ তাঁরা এমনিতেও ব্যাট হাতে তেমন কিছু অবদান রাখতে পারেননি সাম্প্রতিক সময়ে ’। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু তৃতীয় টেস্ট।